Ramakrishna Quotes : সংসারে থেকে কীভাবে ঈশ্বরলাভ সম্ভব ? তিরোধান দিবসে শ্রীরামকৃষ্ণ স্মরণ

সব ধর্মই সমান ভাবে সত্য। এই বিষয়ে শ্রীরামকৃষ্ণের শাশ্বত বাণী, ‘যত মত তত পথ।’

তিরোধান দিবসে শ্রীরামকৃষ্ণ স্মরণ

1/8
‘আঃ শান্তি হল। এখন আর কোনও রোগ নেই।’ কাশীপুরে শ্রাবণের শেষ দিনে ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণদেব নাকি ইললোক ত্যাগ করার আগে খেয়েছিলেন এক গ্লাস পায়েস। আর এই কথাটুকু বলেছিলেন।
2/8
দীর্ঘ রোগভোগের পর নশ্বর দেহ ত্যাগ করেন শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব। ১৮৮৬ এ ১৬ অগাস্ট শ্রী শ্রী রামকৃষ্ণদেব প্রয়াত হন। তিনি তাঁর জীবন দিয়ে মানুষকে দিয়ে গিয়েছিলেন নানারকম শিক্ষা।
3/8
সব ধর্মই সমান ভাবে সত্য। এই বিষয়ে শ্রীরামকৃষ্ণের শাশ্বত বাণী, ‘যত মত তত পথ।’ অর্থাৎ ঈশ্বর লাভের নানা পথ। কিন্তু লক্ষ্য এক - ঈশ্বরলাভ।
4/8
ঠাকুর বলেছেন, সব পথ দিয়েই তাঁকে পাওয়া যায়। এক ঈশ্বরকে নানা নামে ডাকে।
5/8
যেমন একঘাটের জল হিন্দুরা খায়, বলে জল; আর একঘাটে খ্রিস্টানরা খায়, বলে ওয়াটার; আর একঘাটে মুসলমানেরা খায়, বলে পানি।
6/8
গীতায় যে নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে, সেই দর্শনই ভক্তদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন তিনি। বলেছিলেন, “তুমি যে-সব কর্ম করছ, এ-সব সৎকর্ম। যদি ‘আমি কর্তা’ এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পার, তাহলে খুব ভাল। এই নিষ্কামকর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালবাসা আসে। এইরূপ নিষ্কামকর্ম করতে করতে ঈশ্বরলাভ হয়।''
7/8
তিনি বলেন, “জ্ঞানীর পথও পথ। জ্ঞান-ভক্তির পথও পথ। আবার ভক্তির পথও পথ। জ্ঞানযোগও সত্য, ভক্তিপথও সত্য — সব পথ দিয়ে তাঁর কাছে যাওয়া যায়। তিনি যতক্ষণ ‘আমি’ রেখে দেন, ততক্ষণ ভক্তিপথই সোজা।"
8/8
সংসারে থেকে কি ঈশ্বরলাভ সম্ভব? ঠাকুর বলেছেন - জলে নৌকা থাকে ক্ষতি নেই, কিন্তু নৌকার ভেতর যেন জল না ঢোকে, তা হলে ডুবে যাবে। সাধক সংসারে থাকুক ক্ষতি নেই কিন্তু সাধকের মনের ভেতর যেন সংসারভাব না থাকে।
Sponsored Links by Taboola