Ratanti Kali Puja : ঠাকুর বলেছিলেন, এদিনই স্বর্গ থেকে দেবতারা আসেন দক্ষিণেশ্বরে, জানুন দক্ষিণেশ্বরে রটন্তী কালীপুজোর মাহাত্ম্য
সারা বছর তিনটি বিশেষ কালীপুজো হয় দক্ষিণেশ্বরে। ফলহারিণী, দীপান্বিতা এবং রটন্তী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃহস্পতিবার ছিল রটন্তী কালীপুজো। সেই উপলক্ষ্যে বিশেষ পুজোর আয়োজন করা হয় দক্ষিণেশ্বরে। মন্ত্রোচ্চারণ সহযোগে হয় মাতৃ বন্দনা।
প্রতি বছরের মতো এবছরেরও রটন্তী কালীপুজো উপলক্ষে ভক্ত সমাগম হয় ভবতারিণীর মন্দিরে। বাতাসে ধূপের গন্ধ। কাঁসর-ঘণ্টার আওয়াজে ছিল মুখরিত আকাশ। হাতে পুজোর ডালি নিয়ে ভক্তদের লম্বা লাইন চোখে পড়ে।
মাঘ চতুর্দশীতে দক্ষিণেশ্বরে ধুমধাম করে হয় রটন্তী কালীর পুজো। এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে রাধা কৃষ্ণের প্রেমের ইতিহাস।
শ্রীরাধা প্রতিদিনের মতো এদিন রাতেও বনে শ্রীকৃষ্ণের সঙ্গে লীলা করছিলেন। রাধার নামে কলঙ্ক রটিয়ে তাঁকে লজ্জিত করতে চেয়েছিলেন তাঁর শাশুড়ি ও ননদ। তারা রাধার স্বামী আয়ান ঘোষকে খবর দেন।
কিন্তু তাদের উদ্দেশ্য সফল হয়নি। আয়ান ঘোষের আরাধ্যা দেবী ছিলেন কালী। অন্তর্যামী শ্রীকৃষ্ণ স্বয়ং কালীরূপ ধারণ করেছিলেন সেদিন। বনে গিয়ে রাধাকে কালীসেবা করতে দেখেন তিনি।
রটন্তী শব্দটির উৎস এসেছে রটনা। সেদিন থেকে রাধার সম্পর্কে কুরটনা করা সম্ভব নয় , বুঝতে পারেন জটিলা-কুটিলা ও আয়ান ঘোষ।
এদিন, মেরুন-রংয়ের বেনারসীতে সাজানো হয়েছিল ভবতারিণীকে। রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন, রটন্তীকালীপুজোর দিন দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গ থেকে দেবতাদের নেমে আসতে দেখেছেন তিনি।
রটন্তী কালীপুজো উপলক্ষ্যে এদিন বিশেষ পুজো হয় দক্ষিণেশ্বরের। মাঘ চতুর্দশীতে দক্ষিণেশ্বরে ধুমধাম করে হল রটন্তী কালীর পুজো।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -