Ratanti Kali Puja 2025 : শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে কীভাবে জড়িয়ে আছে রটন্তী কালীপুজো? আজ কখন পুজো ?

রটন্তী কালী পুজো। অমাবস্যা তিথির একদিন আগে মাঘ মাসের চতুর্দশী তিথিতে এই পুজো হয়। এবছর রটন্তী কালী পুজো পড়েছে ২৮ জানুয়ারি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
এবার চতুর্দশী তিথি ২৭ তারিখ সন্ধ্যা ৭টা থেকে শুরু হচ্ছে। ২৮ তারিখ তিথি সমাপন ৭ টা ৩১ মিনিটে। যাঁরা পুজো দিতে চান এই পুজোর দিন তাঁরা এই সময়টা বেছে নিতে পারেন।

মনে করা হয়, রটন্তী কালীপুজো করলে দাম্পত্য সমস্যার সমাধান হয়ে যায়। অযথা কলহ জীবনকে দুর্বিসহ করে তোলে না। অনেকেই মায়ের কাছে বিভিন্ন মনোবাসনা নিয়ে হাজির হন এদিন।
দক্ষিণেশ্বরে বিশেষভাবে এদিন পূজিতা হন মা কালী। ফলহারিণী পুজো ও দীপাবলির অমাবস্যার পুজো ছাড়া এদিনটিতে দক্ষিণেশ্বরে বিশেষ পুজো হয় ভবতারিণীর।
দক্ষিণেশ্বরে বিশেষ ভাবে রটন্তী কালীপুজোর প্রচলন শ্রীরামকৃষ্ণের এক বিশেষ দর্শনের পর থেকে। ঠাকুর বলেছিলেন, এদিন ভোরে তিনি একবার দক্ষিণেশ্বরের গঙ্গায় এক অদ্ভুতদৃশ্য দেখেছিলেন। তিনি দেখে ছিলেন , দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গ থেকে দেবতারা নেমে এসে স্নান করছেন।
এই দিন মন্দিরে বহু ভক্তের সমাগম হবে। দূরদূরান্ত থেকে বহু ভক্ত আসেন ভবতারিণী দর্শনে। সন্ধেয় হয় গঙ্গা আরতি।
প্রতিবারের মতো এবারও মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশীতে রীতি মেনে রটন্তী কালীপুজো হবে দক্ষিণেশ্বর মন্দিরে। পুজো উপলক্ষে শাস্ত্রীয় অনুষ্ঠানেরও আয়োজন করা হয় দক্ষিণেশ্বরে। ( দক্ষিণেশ্বরের সব ছবি : https://www.dakshineswarkalitemple.org/ )
এদিন তারাপীঠে পুজো উপলক্ষ্যে এই দিন তারা মা-কে বিশেষ সাজে সাজানো হয়। দুপুরে দেওয়া হয় ভোগ। সন্ধ্যা আরতির পর মাকে রটন্তী কালী রূপে সাজানো হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -