Ratanti Kali Puja 2025 : শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে কীভাবে জড়িয়ে আছে রটন্তী কালীপুজো? আজ কখন পুজো ?

এবার চতুর্দশী তিথি ২৭ তারিখ সন্ধ্যা ৭টা থেকে শুরু হচ্ছে। ২৮ তারিখ তিথি সমাপন ৭ টা ৩১ মিনিটে।

Continues below advertisement

শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে কীভাবে জড়িয়ে আছে রটন্তী কালীপুজো?

Continues below advertisement
1/8
রটন্তী কালী পুজো। অমাবস্যা তিথির একদিন আগে মাঘ মাসের চতুর্দশী তিথিতে এই পুজো হয়। এবছর রটন্তী কালী পুজো পড়েছে ২৮ জানুয়ারি।
2/8
এবার চতুর্দশী তিথি ২৭ তারিখ সন্ধ্যা ৭টা থেকে শুরু হচ্ছে। ২৮ তারিখ তিথি সমাপন ৭ টা ৩১ মিনিটে। যাঁরা পুজো দিতে চান এই পুজোর দিন তাঁরা এই সময়টা বেছে নিতে পারেন।
3/8
মনে করা হয়, রটন্তী কালীপুজো করলে দাম্পত্য সমস্যার সমাধান হয়ে যায়। অযথা কলহ জীবনকে দুর্বিসহ করে তোলে না। অনেকেই মায়ের কাছে বিভিন্ন মনোবাসনা নিয়ে হাজির হন এদিন।
4/8
দক্ষিণেশ্বরে বিশেষভাবে এদিন পূজিতা হন মা কালী। ফলহারিণী পুজো ও দীপাবলির অমাবস্যার পুজো ছাড়া এদিনটিতে দক্ষিণেশ্বরে বিশেষ পুজো হয় ভবতারিণীর।
5/8
দক্ষিণেশ্বরে বিশেষ ভাবে রটন্তী কালীপুজোর প্রচলন শ্রীরামকৃষ্ণের এক বিশেষ দর্শনের পর থেকে। ঠাকুর বলেছিলেন, এদিন ভোরে তিনি একবার দক্ষিণেশ্বরের গঙ্গায় এক অদ্ভুতদৃশ্য দেখেছিলেন। তিনি দেখে ছিলেন , দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গ থেকে দেবতারা নেমে এসে স্নান করছেন।
Continues below advertisement
6/8
এই দিন মন্দিরে বহু ভক্তের সমাগম হবে। দূরদূরান্ত থেকে বহু ভক্ত আসেন ভবতারিণী দর্শনে। সন্ধেয় হয় গঙ্গা আরতি।
7/8
প্রতিবারের মতো এবারও মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশীতে রীতি মেনে রটন্তী কালীপুজো হবে দক্ষিণেশ্বর মন্দিরে। পুজো উপলক্ষে শাস্ত্রীয় অনুষ্ঠানেরও আয়োজন করা হয় দক্ষিণেশ্বরে। ( দক্ষিণেশ্বরের সব ছবি : https://www.dakshineswarkalitemple.org/ )
8/8
এদিন তারাপীঠে পুজো উপলক্ষ্যে এই দিন তারা মা-কে বিশেষ সাজে সাজানো হয়। দুপুরে দেওয়া হয় ভোগ। সন্ধ্যা আরতির পর মাকে রটন্তী কালী রূপে সাজানো হয়।
Sponsored Links by Taboola