Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Sawan 2023: শ্রাবণের সোমবারে রুদ্রাভিষেকের জন্য শুভযোগ, কোন সময়ে শিবকে জল নিবেদন?
শ্রাবণমাস এবছর মলমাস হলেও এটি শিবভক্তদের কাছে পবিত্রতম মাস হিসেবে বিবেচনা করা হয়। শ্রাবণের সোমবারে মন্দিরে মন্দিরে শিবের পুজোও হয় বিশেষভাবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২৪ জুলাই যারা মহাদেবের রুদ্রাভিষেক করতে চান তাঁদের জন্য শুভ সময়। এই দিনে উপবাস করে পুজো করলে মহাদেবের কৃপায় সমস্ত ইচ্ছা পূরণ হয় বলে মনে করা হয়।
পঞ্জিকামতে, ২৪ জুলাই শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। এই দিনে রবি যোগ, শিব যোগ এবং সিদ্ধ যোগ গঠিত হচ্ছে। সকাল ৫টা ৩৮ মিনিট থেকে রাত ১০.১২ মিনিট অবধি থাকবে।
জ্যোতিষশাস্ত্র মতে, সোমবার সকাল থেকে শিব যোগ গঠিত হচ্ছে। যা বিকেল ২টো ৫২ মিনিট অবধি থাকবে। অন্যদিকে, সিদ্ধ যোগ দুপুর ২টো ৫২ মিনিট থেকে পুরো রাত পর্যন্ত।
২৪ জুলাই রুদ্রাভিষেক করার শুভ সময় সকাল থেকে ০১.৪২ পর্যন্ত। সোমবার রুদ্রাভিষেক করা উত্তম বলে মনে করা হয়।
মধু দিয়ে রুদ্রাভিষেক করলে সাফল্য, পদ ও প্রতিপত্তি পাওয়া যায়। গরুর দুধ দিয়ে রুদ্রাভিষেক করলে জীবনে সুখ শান্তি আসে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -