Sandhi Puja 2023 : অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে সন্ধিপুজো, কী মাহাত্ম্য ? আছে নানা গল্প

Sandhi Puja : সন্ধি পুজো মানেই ১০৮ পদ্ম অর্পন, ১০৮ প্রদীপে মা-কে আরতি। সন্ধি পুজোর নিয়মকানুন বহু। কিন্তু কেন হয় এই সন্ধিপুজো? কী ঘটেছিল এই সন্ধিক্ষণে?

সন্ধিপুজোর কী মাহাত্ম্য ?

1/10
অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে সম্পন্ন হয় সন্ধিপুজো৷ দুর্গাপুজোর এই মুহূর্তটির বিশেষ গুরুত্ব রয়েছে। এই সন্ধিক্ষণ দেবীর সামনে বলিদান থেকে অঞ্জলি সবই হয় বিশেষ নিষ্ঠা সহকারে।
2/10
সন্ধি পুজো মানেই ১০৮ পদ্ম অর্পন, ১০৮ প্রদীপে মা-কে আরতি। সন্ধি পুজোর নিয়মকানুন বহু। কিন্তু কেন হয় এই সন্ধিপুজো? কী ঘটেছিল এই সন্ধিক্ষণে?
3/10
অষ্টমী তিথির শেষ চব্বিশ মিনিট ও নবমী তিথির সূচনার চব্বিশ মিনিট, মোট আটচল্লিশ মিনিট নিয়ে সন্ধিপূজার ক্ষণ৷ দূর্গাপূজার মধ্যে এই ক্ষণটি বিশেষ তাত্পর্য বহন করে৷
4/10
সন্ধিপুজোর মাহাত্ম্য-কথারও আছে নানা দিক। এই সময় নিয়ে রয়েছে নানা বিশ্বাস। অষ্টমী তিথি ও নবমী তিথির সন্ধিক্ষণে মা দুর্গা আবির্ভূতা হন চামুণ্ডা রূপে।
5/10
পুরাণ মতে, এই সময়েই ‘চণ্ড’ ও ‘মুণ্ড’ নামে দুই ভয়ঙ্কর শক্তিশালী অসুরকে বধ করেছিলেন মা দুর্গা । চামুণ্ডা মহামায়ার এক রুদ্র রূপ। এই দুই ভয়ঙ্কর অসুরকে বধ করার জন্য দেবী চামুণ্ডা রূপ ধারণ করেন।
6/10
এই প্রসঙ্গে রামায়ণেও উল্লেখ রয়েছে রাবণ বধের লক্ষ্যে মা দুর্গার যে অকালবোধন করেছিলেন রামচন্দ্র, তখনও তিনি সন্ধি পুজো করেছিলেন নিষ্ঠা ভরে। সে সময় ১০৮ পদ্মের দরকার ছিল। কিন্তু পুজো করতে গিয়ে একটি পদ্ম কম পড়ে।
7/10
রামচন্দ্র তখন তাঁর কমললোচন তীর দিয়ে উপরে মা-কে নিবেদন করতে উদ্যত হলে দেবী আবির্ভূতা হয়ে তাঁকে থামান।
8/10
মনে করা হয়, সন্ধি পুজোয় যে চণ্ড-মুণ্ডের কথা বলা হয়, সেটা আসলে মানুষের অন্তরের অসুরিক প্রবৃত্তি। সে সব দূরে সরিয়ে দেবীকে শুদ্ধ মনে পুজো করাই সন্ধি পুজোর উদ্দেশ্য।
9/10
দুর্গাপুজোর অন্যতম বিশেষ পর্ব এই সন্ধিপুজো। অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণ বা মাহেন্দ্রক্ষণে যেহেতু এই পুজো হয়, তাই এই পুজোর নাম সন্ধিপুজো।
10/10
এই বছর, ২২ অক্টোবর রবিবার মহাষ্টমী। সন্ধে ৪:৫৪ গতে সন্ধিপুজো শুরু। সন্ধে ৫:১৮-র মধ্যে সেরে নিতে হবে বলিদান। রাত্রি ৫:৪২-এর মধ্যে সন্ধিপুজোর সমাপ্তি।
Sponsored Links by Taboola