Sankha In Puja : সন্ধেয় শাঁখের আওয়াজেই আসবে সৌভাগ্য, কোথায় কীভাবে রাখবেন শাঁখ?
Conch In Puja : পুরাণ অনুসারে, শঙ্খ হল সেই ১৪ টি রত্নের মধ্যে একটি যা সমুদ্র মন্থনে লব্ধ হয়। বাস্তুশাস্ত্র অনুসারে, শঙ্খ নাদে চারপাশ থেকে নেতিবাচক শক্তি দূর হয়।
কোথায় কীভাবে রাখবেন শাঁখ?
1/8
হিন্দুধর্মে শঙ্খধ্বনি দিয়ে যে কোনও শুভ কাজ শুরু হয়। বিশ্বাস করা হয়, দেবতারা শঙ্খের ধ্বনি পছন্দ করেন। আর এই শব্দে ইতিবাচক শক্তিকে স্বাগত জানানো হয়।
2/8
পুরাণ অনুসারে, শঙ্খ হল সেই ১৪ টি রত্নের মধ্যে একটি যা সমুদ্র মন্থনে লব্ধ হয়। বাস্তুশাস্ত্র অনুসারে, শঙ্খ নাদে চারপাশ থেকে নেতিবাচক শক্তি দূর হয়।
3/8
শাঁখের ধ্বনি ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে। ইতিবাচক শক্তি নিয়ে আসে শাঁখের আওয়াজ । সেই সঙ্গে শঙ্খ আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করে।
4/8
প্রাচীনকাল থেকেই ভারতে যুদ্ধের সূচনাতেই হোক কিংবা যজ্ঞারম্ভে শাঁখ বাজানো হত। শঙ্খ বাজিয়েই যে কোনও পুজোর সমাপন হয়।
5/8
হিন্দুদের বিশ্বাস, শঙ্খে ফুঁ দিলে ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। শাঁখের ধ্বনি সমস্ত বাধা দূর করে। বাস্তু দোষ ত্রুটির কুফল নিয়ন্ত্রণ করে।
6/8
বিশ্বাস করা হয়, যে বাড়িতে শঙ্খ থাকে, সেখানে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়। পুজোর ঘরে দক্ষিণাবর্তি শঙ্খ রাখা এবং নিয়মিত বাজানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
7/8
সকাল-সন্ধ্যা শঙ্খ বাজালে পরিবারে কারও খারাপ নজর পড়ে না। ঘরে নতুন শঙ্খ আনার পর প্রথমে পরিষ্কার পাত্রে রেখে জল দিয়ে ভাল করে পরিষ্কার করতে হবে। এরপর গরুর কাঁচা দুধ ও গঙ্গাজল দিয়ে অভিষেক করতে হবে।
8/8
শিবরাত্রির দিন বাড়িতে শঙ্খ আনা খুবই শুভ বলে মনে করা হয়। এতে ঘরে সুখ শান্তি বজায় থাকে। শঙ্খ সবসময় পূর্ব দিকে রাখতে হবে। উত্তর-পূর্ব দিকে শঙ্খ রাখলে ঘরে সমৃদ্ধি আসে। শঙ্খের খোলে জল ভরে রাখলে পরিবারে সুখবর আসে।
Published at : 28 Feb 2024 04:56 PM (IST)