Saraswati Puja : নিজেই করেন সরস্বতীপুজো ? কোনদিকে বসাবেন দেবীকে? কোন উপকরণগুলি বাদ দিলে অসম্পূর্ণ আরাধনা?
মা সরস্বতী। বিদ্যার দেবী। সঙ্গীতের দেবী। জ্ঞানদাত্রী। বুদ্ধিমত্তার দেবী তিনি। তাই ছোট থেকে বড় সকলেই বাগদেবীর আরাধনা করেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকসময় পাঠশালায় প্রতি মাসের শুক্লা পঞ্চমী তিথিতে ধোয়া চৌকির ওপর তালপাতার দোয়াতকলম রেখে পুজো করার রীতি ছিল। এখন সরস্বতী পুজো তো ঘরে ঘরে।
মা সরস্বতীকে আমরা বিভিন্ন নামে পুজো করি। তাঁকে কখনও আমরা ডাকি বাগদেবী বলে। কখনও তিনি পূজিতা সারদা নামে। ব্রাহ্মী নামে পূজিতাও তিনি। কেউ তাঁকে ডাকে শতরূপা নামে।
ভারত বর্ষের বিভিন্ন প্রদেশে পূজিতা মা সরস্বতী। তবে জানলে অবাক হবেন, আরও অনেক দেশেও এই পুজো হয়ে থাকে। যেমন জাপান, ভিয়েতনাম, বালি(ইন্দোনেশিয়া) ও মায়ানমারে।
যাঁরা বাড়িতে পুজো করবেন, মনে রাখতে হবে, নির্দিষ্ট দিনে শুদ্ধাসনে বসে পুজো করতে হবে। পরতে হবে শুদ্ধবসন। পুজোয় বসতে হবে পূর্ব দিকে মুখ করে বা উত্তরদিকে তাকিয়ে।
সরস্বতী মূলত বৈদিক দেবী। বেদে সরস্বতী নদীর অধিষ্ঠাত্রী দেবী। সরস শব্দের অর্থ জল। অতএব সরস্বতী শব্দের আদি অর্থ জলবতী । তিনি বৃহস্পতি পত্নী। সরস্বতীও জ্ঞানের দেবী।
কয়েকটি উপকরণ সরস্বতীপুজোর জন্য গুছিয়ে রাখতেই হবে। যেমন, আমের মুকুল, দোয়াত-কলম, যবের শিষ,অভ্র-আবির, শ্লেট-পেন্সিল, গাঁদা ফুল, পলাশ ফুল, ফল, আমের মুকুল।
এবার সরস্বতী পুজোয় তৈরি হচ্ছে বিরল যোগ। সরস্বতী পুজো বসন্ত পঞ্চমী, জ্ঞান পঞ্চমী, শ্রী পঞ্চমী, মধুমাসের মতো নামেও পরিচিত। এই বছর সরস্বতী পুজো পড়েছে ১৪ ফেব্রুয়ারি, বুধবার।
মাঘ শুক্ল পঞ্চমী তিথি ১৩ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২.৪১ মিনিটে শুরু হবে এবং ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২.০৯ মিনিটে শেষ হবে। এই দিনে বীণাপাণি দেবী সরস্বতীর আরাধনা করলে বুদ্ধি, জ্ঞান ও প্রজ্ঞা বৃদ্ধি পায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -