Saraswati Puja : নিজেই করেন সরস্বতীপুজো ? কোনদিকে বসাবেন দেবীকে? কোন উপকরণগুলি বাদ দিলে অসম্পূর্ণ আরাধনা?

Saraswati Puja 2024 : কোন মুহূর্তটি বাগদেবীর আরাধনার জন্য শ্রেষ্ঠ? জেনে নিন দিনক্ষণ ও পুজোর নিয়ম-কানুন।

নিজেই করেন সরস্বতীপুজো ? কোনদিকে বসাবেন দেবীকে?

1/9
মা সরস্বতী। বিদ্যার দেবী। সঙ্গীতের দেবী। জ্ঞানদাত্রী। বুদ্ধিমত্তার দেবী তিনি। তাই ছোট থেকে বড় সকলেই বাগদেবীর আরাধনা করেন।
2/9
একসময় পাঠশালায় প্রতি মাসের শুক্লা পঞ্চমী তিথিতে ধোয়া চৌকির ওপর তালপাতার দোয়াতকলম রেখে পুজো করার রীতি ছিল। এখন সরস্বতী পুজো তো ঘরে ঘরে।
3/9
মা সরস্বতীকে আমরা বিভিন্ন নামে পুজো করি। তাঁকে কখনও আমরা ডাকি বাগদেবী বলে। কখনও তিনি পূজিতা সারদা নামে। ব্রাহ্মী নামে পূজিতাও তিনি। কেউ তাঁকে ডাকে শতরূপা নামে।
4/9
ভারত বর্ষের বিভিন্ন প্রদেশে পূজিতা মা সরস্বতী। তবে জানলে অবাক হবেন, আরও অনেক দেশেও এই পুজো হয়ে থাকে। যেমন জাপান, ভিয়েতনাম, বালি(ইন্দোনেশিয়া) ও মায়ানমারে।
5/9
যাঁরা বাড়িতে পুজো করবেন, মনে রাখতে হবে, নির্দিষ্ট দিনে শুদ্ধাসনে বসে পুজো করতে হবে। পরতে হবে শুদ্ধবসন। পুজোয় বসতে হবে পূর্ব দিকে মুখ করে বা উত্তরদিকে তাকিয়ে।
6/9
সরস্বতী মূলত বৈদিক দেবী। বেদে সরস্বতী নদীর অধিষ্ঠাত্রী দেবী। সরস শব্দের অর্থ জল। অতএব সরস্বতী শব্দের আদি অর্থ জলবতী । তিনি বৃহস্পতি পত্নী। সরস্বতীও জ্ঞানের দেবী।
7/9
কয়েকটি উপকরণ সরস্বতীপুজোর জন্য গুছিয়ে রাখতেই হবে। যেমন, আমের মুকুল, দোয়াত-কলম, যবের শিষ,অভ্র-আবির, শ্লেট-পেন্সিল, গাঁদা ফুল, পলাশ ফুল, ফল, আমের মুকুল।
8/9
এবার সরস্বতী পুজোয় তৈরি হচ্ছে বিরল যোগ। সরস্বতী পুজো বসন্ত পঞ্চমী, জ্ঞান পঞ্চমী, শ্রী পঞ্চমী, মধুমাসের মতো নামেও পরিচিত। এই বছর সরস্বতী পুজো পড়েছে ১৪ ফেব্রুয়ারি, বুধবার।
9/9
মাঘ শুক্ল পঞ্চমী তিথি ১৩ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২.৪১ মিনিটে শুরু হবে এবং ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২.০৯ মিনিটে শেষ হবে। এই দিনে বীণাপাণি দেবী সরস্বতীর আরাধনা করলে বুদ্ধি, জ্ঞান ও প্রজ্ঞা বৃদ্ধি পায়।
Sponsored Links by Taboola