Saraswati Puja 2025 : ২০২৫ এ সরস্বতী পুজো এই তারিখেই, কেউ খুশি, কারও কপালে দুশ্চিন্তা

দেবী সরস্বতীর আরাধনা হয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাংলার ঘরে ঘরে। শীতের শুরুতেই চলুন দেখে নেওয়া যাক, ২০২৫ সালে সরস্বতী পুজো কবে পালিত হবে।

২০২৫ এ সরস্বতী পুজো কবে

1/8
দুর্গাপুজো, কালীপুজোর পর জগদ্ধাত্রী পুজোও শেষ। এবার সামনে কার্তিক পুজো। তারপরই আবার নতুন ইংরেজি বছরের প্রতীক্ষা। বছরের প্রথ পুজো , সরস্বতী পুজো।
2/8
শীতকালে বাগদেবীর আরাধনা ঘিরে মেতে ওঠে কচিকাঁচারা। ঘরে ঘরে পূজিতা বাগদেবী।
3/8
দেবী সরস্বতীর আরাধনা হয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাংলার ঘরে ঘরে। শীতের শুরুতেই চলুন দেখে নেওয়া যাক, ২০২৫ সালে সরস্বতী পুজো কবে পালিত হবে।
4/8
এই সরস্বতী পুজোর দিনটিতে অনেকেই বাড়ির শিশুটিকে হাতেখড়ি দেন। আর শিক্ষার্থীরা দেবীর কাছে শিক্ষাক্ষেত্রে উন্নতি লাভের কামনা করে।
5/8
পুরাণ অনুসারে, প্রথমে ব্রহ্মা দেবী সরস্বতীর পুজো করেন। পরে তার পুজো জগতে প্রতিষ্ঠিত হয়।
6/8
দেবী সরস্বতী পবিত্রতার মূর্তি। আর অন্যদিকে, তিনি জ্ঞানদান করেন বলে তিনি আবার ‘জ্ঞানদায়িনী’ও। জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বাহন রাজহংস।
7/8
আগামী বছর সরস্বতীপুজো পড়েছে ২ ফেব্রুয়ারি, রবিবার৷ তাই অনেকেই নিশ্চিন্ত। আবার অনেকের মন খারাপ ছুটি নষ্ট হচ্ছে বলে।
8/8
এদিনই ঘরে ঘরে পূজিত হবেন বাগদেবী সরস্বতী। মণ্ডপে-মণ্ডপে দুটোদিন মেতে উঠবে পড়ুয়ারা।
Sponsored Links by Taboola