Shiv Tandav Stotram : শিব তাণ্ডব স্তোত্র তো সকলেরই জানা, কিন্তু ভাবতেও পারবেন না কে লিখেছিলেন
Sawan 2024 - আর্থিক সমস্যাতেও শিবের এই মন্ত্র খুব ভাল কাজ করে বলে বিশ্বাস অনেকের। রোজগারের নতুন উপায় পেতে পারে।
শিব তাণ্ডব স্তোত্রে কী উপকার
1/9
শিবের বিভিন্ন স্তোত্রের মধ্যে অন্যতম শিব তাণ্ডব স্তোত্র। এই স্তোত্রপাঠে মেলে অসীম শক্তি, বিশ্বাস ভক্তদের। কিন্তু অনেকেই হয়ত জানেন না এই মন্ত্রের মহিমা ও কে লিখেছিলেন এই স্তোত্র।
2/9
আর্থিক সমস্যাতেও শিবের এই মন্ত্র খুব ভাল কাজ করে বলে বিশ্বাস অনেকের। রোজগারের নতুন উপায় পেতে পারে। সবার উপরে সৎ পরিশ্রম ও কাজের প্রতি নিষ্ঠা । তাতে স্তোত্র জোগায় দ্বিগুণ শক্তি।
3/9
শিব তাণ্ডব স্তোত্র পাঠ করতে পারলে কঠিন সময়ে অপার মনোবল পাওয়া যায়। শিবকে এই স্তোত্রে যেভাবে, যে যে বিশেষণে ভূষিত করা হয়েছে তা অনন্য।
4/9
যাদের কুণ্ডলীতে কাল সর্প যোগ ও পিতৃদোষ রয়েছে, তাদের নিয়মিত এই পাঠ করা উচিত। তাতে এই সমস্যাগুলির প্রভাব হ্রাস হতে পারে।
5/9
শিব তাণ্ডব স্তোত্রের মহিমা অপার। মনে করা হয়, পরিবারের কেউ যদি দীর্ঘদিন স্বাস্থ্য সমস্যায় ভোগেন , তাহলে পথ দেখাত পারে এই স্তোত্র। এই স্তোত্র পাঠে মেলে অপার মানসিক শক্তি। কঠিন শত্রুকেও পরাভূত করা যায় এই মন্ত্রের শক্তিতে।
6/9
সোমবার শিব তাণ্ডব স্তোত্র পাঠ করলে শনি, রাহু ও কেতুর অশুভ প্রভাব কমতে পারে। ভগবান ভোলানাথ খুশি হন এবং কাঙ্খিত ফল প্রদান করেন।
7/9
শিব তান্ডব স্তোত্র লেখা পিছনে আছে একটি দারুণ গল্প। একবার লঙ্কারাজ রাবণ পুরো কৈলাস পর্বতটাই লঙ্কায় নিয়ে চলে যেতে চেয়েছিলেন। তখন শিব তা আঙুল দিয়ে চেপে দেন।
8/9
এই বিরাট পর্বতের নিচে চাপা পড়ে রাবণের আঙুল। ভগবান শিব প্রচণ্ড রেগে যান। আর ব্য়থায় আর্তনাদ করে ওঠেন রাবণ। তিনি তখন এই স্তোত্র রচনা করে শিবের ভজনা করেন।
9/9
এই স্তোত্রই শিব তান্ডব স্তোত্র নামে পরিচিত। এই স্তোত্রের মহিমাতেই কাটে বিপদ। মেলে অপার শক্তি। দূর হয় নেতিবাচক মনোভাব।
Published at : 05 Aug 2024 07:50 AM (IST)