Shiv Tandav Stotram : শিব তাণ্ডব স্তোত্র তো সকলেরই জানা, কিন্তু ভাবতেও পারবেন না কে লিখেছিলেন
শিবের বিভিন্ন স্তোত্রের মধ্যে অন্যতম শিব তাণ্ডব স্তোত্র। এই স্তোত্রপাঠে মেলে অসীম শক্তি, বিশ্বাস ভক্তদের। কিন্তু অনেকেই হয়ত জানেন না এই মন্ত্রের মহিমা ও কে লিখেছিলেন এই স্তোত্র।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর্থিক সমস্যাতেও শিবের এই মন্ত্র খুব ভাল কাজ করে বলে বিশ্বাস অনেকের। রোজগারের নতুন উপায় পেতে পারে। সবার উপরে সৎ পরিশ্রম ও কাজের প্রতি নিষ্ঠা । তাতে স্তোত্র জোগায় দ্বিগুণ শক্তি।
শিব তাণ্ডব স্তোত্র পাঠ করতে পারলে কঠিন সময়ে অপার মনোবল পাওয়া যায়। শিবকে এই স্তোত্রে যেভাবে, যে যে বিশেষণে ভূষিত করা হয়েছে তা অনন্য।
যাদের কুণ্ডলীতে কাল সর্প যোগ ও পিতৃদোষ রয়েছে, তাদের নিয়মিত এই পাঠ করা উচিত। তাতে এই সমস্যাগুলির প্রভাব হ্রাস হতে পারে।
শিব তাণ্ডব স্তোত্রের মহিমা অপার। মনে করা হয়, পরিবারের কেউ যদি দীর্ঘদিন স্বাস্থ্য সমস্যায় ভোগেন , তাহলে পথ দেখাত পারে এই স্তোত্র। এই স্তোত্র পাঠে মেলে অপার মানসিক শক্তি। কঠিন শত্রুকেও পরাভূত করা যায় এই মন্ত্রের শক্তিতে।
সোমবার শিব তাণ্ডব স্তোত্র পাঠ করলে শনি, রাহু ও কেতুর অশুভ প্রভাব কমতে পারে। ভগবান ভোলানাথ খুশি হন এবং কাঙ্খিত ফল প্রদান করেন।
শিব তান্ডব স্তোত্র লেখা পিছনে আছে একটি দারুণ গল্প। একবার লঙ্কারাজ রাবণ পুরো কৈলাস পর্বতটাই লঙ্কায় নিয়ে চলে যেতে চেয়েছিলেন। তখন শিব তা আঙুল দিয়ে চেপে দেন।
এই বিরাট পর্বতের নিচে চাপা পড়ে রাবণের আঙুল। ভগবান শিব প্রচণ্ড রেগে যান। আর ব্য়থায় আর্তনাদ করে ওঠেন রাবণ। তিনি তখন এই স্তোত্র রচনা করে শিবের ভজনা করেন।
এই স্তোত্রই শিব তান্ডব স্তোত্র নামে পরিচিত। এই স্তোত্রের মহিমাতেই কাটে বিপদ। মেলে অপার শক্তি। দূর হয় নেতিবাচক মনোভাব।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -