Sawan 2024: শ্রাবণ সোমবারে এই কাজটি করলেই মিলবে ভোলেনাথের অফুরন্ত আশীর্বাদ, আসবে ঢালাও অর্থ
হিন্দু সংস্কৃতিতে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। ২২ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ। আবার এদিন সোমবার পড়েছে। ফলে ভগবান শিবের আরাধনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশ্রাবণের প্রথম দিন সবসময়েই গুরুত্বপূর্ণ ভক্তদের কাছে। তার উপর সোমবার হওয়ার প্রথম সোমবারের উপবাসও পালন করা হবে এই দিনে।
ভগবান শিবের আশীর্বাদ পেতে গেলে শ্রাবণ মাসে বিশেষ কিছু উপাচার পালন করে চলতে হয়। শ্রাবণের প্রথম দিনে মহাদেবের আরাধনার জন্য কী করতে হবে?
বিশ্বাস যে শ্রাবণের প্রথম দিনেই উপবাস রেখে ভগবান শিবের পুজো করলে কাঙ্খিত ফল লাভ হয়ে থাকে। আশীর্বাদ পাওয়া যায় ভোলেনাথের।
অর্থের টানাপড়েন থেকে মুক্তি পাওয়ার জন্য এই দিনটি গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাসের প্রথম সোমবার দারিদ্র্য দহন শিব স্তোত্র পাঠ করতে পারেন।
স্তোত্র পাঠ একেবারে নির্ভুল হওয়ার বাঞ্ছনীয়। তাই স্তোত্র পাঠ সেভাবে করা সম্ভব না হলে 'ওম নমঃ শিবায়' মন্ত্রটি জপ করতে পারেন। এই মন্ত্র জপ করলে তা অত্যন্ত শুভ ফলদায়ক।
শ্রাবণের প্রথম দিন যেহেতু সোমবার পড়েছে তাই এদিন অবশ্যই ভোলেনাথের অভিষেক করুন। প্রথম দিনে বিশুদ্ধ জল, গঙ্গা জল এবং দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন।
ভগবান শিবকে আকন্দ ফুল অর্পণ করতে পারবেন। ভগবান শিবকে শন, বেলপাতা, ধুতরো, শমী পাতা দিতে পারেন। এগুলি মহাদেবের অত্যন্ত প্রিয়।
এদিন পুজোর পরে ভগবান শিবের আরতি করুন। এই দিনে নুন খাবেন না। এদিন উপবাসের পরে পুজো করে নিরামিষ খাবার গ্রহণ করুন
ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে ABPLive.com কোনো তথ্য অনুমোদন বা নিশ্চিত করে না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -