Sawan ka pehla somwar : বিশ্বাস, শিব ত্রিশূলে ধারণ করে রেখেছেন কাশীকে ! জানুন কেন শ্রাবণ-সোমবারে এখানে ছুটে আসেন এত ভক্ত?
শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম বারাণসীর কাশী বিশ্বনাথ। শিবেরও না কি সবচেয়ে পছন্দের! আর তাই বলা হয়, কাশী পৃথিবীর কোনও অংশ নয়। এটিকে শিব তাঁর ত্রিশূলে ধারণ করে রেখেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকয়েক হাজার বছরের সভ্যতার ইতিহাস, এখানে আজও জীবন্ত। তাই তো ইতিহাসবিদ থেকে পর্যটক, পড়ুয়া থেকে তীর্থযাত্রী সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু কাশীধাম।
বরুণা এবং অসি, এই দুই নদীর মধ্যবর্তী অংশই হল বারাণসী। এই মন্দিরে পুজো করলে নাকি সাত জন্মের পাপ ধুয়ে যায়।
বারাণসীর প্রাণকেন্দ্র হল কাশী বিশ্বনাথ মন্দির। অনেকেই বিশ্বাস করেন, কাশী নগরী স্বয়ং মহাদেব ধারণ করে রেখেছেন।
হিন্দু ক্যালেন্ডার অনুসারে, আজ শ্রাবণের প্রথম সোমবার। আজ তাই কাশী বিশ্বনাথ মন্দিরে বিপুল সংখ্যক ভক্তের সমাগম ঘটেছে। সেইসঙ্গে কঠোর নিরাপত্তার ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।
বাঙালির সাহিত্য থেকে চলচ্চিত্র, বারবার ধরা দিয়েছে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির। বাঙালিদের কাশী বিশ্বনাথের মন্দিরের প্রতি আলাদা টান।
কাশী বিশ্বনাথ মন্দির চত্বরেই রয়েছে মা অন্নপূর্ণার মন্দির। কথিত আছে, এখানে পুজো দিলে সেই ভক্তের কোনওদিন অন্নের অভাব হয় না! স্বয়ং শিব তাঁর ওপর প্রসন্ন হন।
কাশী বিশ্বনাথ মন্দির যেমন সেজে উঠেছে, তেমনই মন্দিরকে ঘিরে কাশী শহরও সেজে উঠেছে।
গোটা শহরেই যেন উত্সবের মেজাজ। সেই সঙ্গে নিরাপত্তাও জোরদার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -