Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Sawan Kalashtami 2024: শ্রাবণ কালাষ্টমীতে শনি ও কালভৈরবের উপাসনায় মিলবে আর্থিক স্বস্তি, করতে হবে কী কী?
এবছর কালাষ্টমী পড়েছে ২৭ জুলাই শনিবার। শ্রাবণ মাসের প্রথম এই শনিবারে কাল ভৈরবের সঙ্গে শনি দেবের পুজোরও যোগ পড়েছে। (ছবি সৌজন্য- এবিপি নিউজ)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশ্রাবণ মাসের কালাষ্টমী তিথি শুরু হচ্ছে ২৭ জুলাই রাত ৯টা ১৯ মিনিট থেকে আর শেষ হবে ২৮ জুলাই রাত সাতটা ২৭ মিনিটে। শনিবার রাতে কাল ভৈরব নাথের পুজো করার সঙ্গে সঙ্গে শনি দেবের পুজো করলে অর্থের সঙ্গে অন্যান্য সমস্যারও সমাধান হবে।(ছবি সৌজন্য -পিটিআই)
২০২৪ সালের শ্রাবণ কালাষ্টমীতে ধৃতি যোগ আর রবি যোগ সংযোগ তৈরি হচ্ছে। এই যোগদুটিতে কাল ভৈরবের উপাসনা করলে আর্থিকের পাশাপাশি মানসিক সমস্যা থেকেও মুক্তি পাবেন।(ছবি সৌজন্য -পিটিআই)
শ্রাবণ কালাষ্টমীর দিন ভগবান কালভৈরবের মূর্তির সামনে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে শ্রীকালভৈরবাষ্টকম পাঠ করুন। তাহলে রাহু আপনাকে কখনও হয়রান করবে না।
শ্রাবণ কালাষ্টমীর রাতে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে কালভৈরবাষ্টকম পাঠ করলে আপনার যারা খারাপ চায় তাদের উদ্দেশ্য কোনওদিন পূরণ হবে না।
শ্রাবণ কালাষ্টমীতে ভগবান শিবকে ২১টি বেলপাতা অর্পণ করে শিব চালিশা পাঠ করুন। এই কাজ করলে বিবাহিত জীবন অত্যন্ত সুখের হবে। অর্থ সংক্রান্ত সমস্যারও সমাধান হবে।(ছবি সৌজন্য -পিটিআই)
অর্থ চাইলে শ্রাবণ কালাষ্টমীতে ভৈরব মন্ত্রের জপ করুন। হাতে টাকা আসার পাশাপাশি এই সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান হবে। শিব ও পার্বতীর পুজো করে কাল ভৈরব নাথের গল্প পড়লে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়।(ছবি সৌজন্য- এবিপি নিউজ)
ধর্মীয় বিশ্বাস, শ্রাবণ মাসের কালাষ্টমী তিথিতে শিব ও কাল ভৈরবের আরাধনা কলে ভয়, অশুভ শক্তি, অকালমৃত্যু ও শত্রুর থেকে মুক্তি পাওয়া যায়।(ছবি সৌজন্য-পিটিআই)
কালাষ্টমীর দিন কাল ভৈরবের বাহন কালো কুকুরকে খাবার খাওয়ালে সন্তুষ্ট হন তাঁর প্রভু। যার অত্যন্ত শুভ ফল তিনি দেন। সনাতন ধর্ম মতে, এই তিথিতে উপোস করে কাল ভৈরবের উগ্র রূপের পুজো করলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে। (ছবি সৌজন্য- এবিপি নিউজ)
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।(ছবি সৌজন্য-পিটিআই)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -