Sawan Pradosh Vrat 2024: শ্রাবণ প্রদোষ ব্রত কবে? শিবকে প্রসন্ন করতে কী করবেন
সনাতন ধর্মে বিশ্বাসীরা মনে করেন প্রদোষ ব্রতের দিন ভোলানাথ প্রসন্ন চিত্র মুদ্রায় নৃত্য করেন আর দেবতারা তাঁর আরাধনা করেন। ধর্মীয় বিশ্বাস প্রদোষ ব্রতের দিন সন্ধযায় শিবের অভিষেক করলে জীবন থেকে সব কষ্ট দূর হয়ে।(ছবি সৌজন্য -পিটিআই)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই বছর অগাস্টের প্রথম দিন শ্রাবণ মাসের প্রথম প্রদোষ ব্রত পালন করা হবে। এই দিন গুরু প্রদোষ ব্রতের তিথি পড়েছে।(ছবি সৌজন্য -পিটিআই)
ধর্মীয় বিশ্বাস, শ্রাবণ প্রদোষ ব্রত যাঁরা পালন করেন শিবের কৃপায় তাঁরা জীবনের সমস্ত কষ্ট থেকে মুক্তি পান। আর তাঁদের সমস্ত পাপ মিটে যায়।(ছবি সৌজন্য -পিটিআই)
প্রাচীন কাল থেকে ধর্মগুরু ও জ্যোতিষীরা জীবনে সুখ ও সমৃদ্ধি পাওয়ার জন্য গুরু প্রদোষ ব্রত পালন করার পরামর্শ দিয়েছেন।(ছবি সৌজন্য -পিটিআই)
প্রতি বছর শ্রাবণ মাসের কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে প্রদোষ ব্রত পালন করা হয়। এই বছর ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে পয়লা অগাস্ট দুপুর ৩টে ২৮ মিনিটে। আর তিথি সমাপ্ত হচ্ছে ২ অগাস্ট দুপুর ৩টে ২৬ মিনিটে।(ছবি সৌজন্য -পিটিআই)
(ছবি সৌজন্য -পিটিআই)
প্রদোষ ব্রতের সময় শিব ও পার্বতীকে পুজো করার মুহূর্ত হল রাত সাতটা ১২ মিনিট থেকে রাত ৯টা ১৮ মিনিট পর্যন্ত।(ছবি সৌজন্য -পিটিআই)
ধর্মীয় বিশ্বাস, শ্রাবণ মাসে শিবের সবথেকে প্রিয় দিন হল ত্রয়োদশী তিথি। এই দিন যে ভক্তি ভরে সমস্ত নিয়মনীতি মেনে প্রদোষ ব্রত পালন করেন দেবাদিদেব তাঁর ওপর অত্যন্ত প্রসন্ন হন।(ছবি সৌজন্য -পিটিআই)
যাঁরা প্রদোষ ব্রত পালন করেন কোনও সমস্যা তাঁদের কাবু করতে পারনে। সব বিষয়ে জয় হাসিল হয়। খুশি হন ভগবান বিষ্ণুও। (ছবি সৌজন্য -পিটিআই)
যাঁদের বিবাহ হতে সমস্যা হচ্ছে তাঁরা প্রদোষ ব্রত পালন করলে সব সমস্যার সমাধান হয়।(ছবি সৌজন্য -পিটিআই)
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।(ছবি সৌজন্য -পিটিআই)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -