Sawan Somvar 2024 : কেন শিবের প্রিয় মাস শ্রাবণ ? এবার ক'টা সোমবার পড়েছে ? কবে শুরু ও শেষ ?

দেবতাদেরও দেবতা মহাদেবের প্রিয় মাস শ্রাবণ। বাংলা ক্যালেন্ডারের চতুর্থ মাস এটি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
এই পুরো মাসজুড়ে যাঁরা ভোলেনাথের অভিষেক, পুজো, মন্ত্র, জপ করেন তাঁদের জীবনে কোনও কষ্ট থাকে না।

শ্রাবণ মাসে সোমবারের ব্রতর বিশেষ গুরুত্ব রয়েছে। যাঁরা শিবভক্ত তাঁরা শ্রাবণ মাসের জন্য অধীর অপেক্ষায় থাকেন।
এই বছরে কবে থেকে পড়ছে শ্রাবণ মাস ? চলুন জেনে নেওয়া যাক, এবার ক'টা শ্রাবণ সোমবার পড়ছে। কী গুরুত্ব রয়েছে এই মাসের ?
আগামী ২২ জুলাই শ্রাবণ মাসের শুরু হচ্ছে। শেষ হবে ১৯ অগাস্ট।
এবছর শ্রাবণ সোমবার পড়েছে ৫টি। প্রথম সোমবার পড়েছে ২২ জুলাই, দ্বিতীয় সোমবার ২৯ জুলাই, তৃতীয় সোমবার ৫ অগাস্ট, চতুর্থ সোমবার পড়ছে ১২ অগাস্ট ও ১৯ অগাস্ট পঞ্চম সোমবার পড়ছে।
এই মাসে শ্রাবণ নক্ষত্রের পূর্ণিমা রয়েছে। এ কারণেও মাসটিকে শ্রাবণ বলা হয়। শ্রাবণ শুরুর সঙ্গে সঙ্গে সমস্ত শিব মন্দিরে ভগবান শিবের স্তব ধ্বনিত হতে থাকে।
শিবপুরাণ বলে যে এটি শ্রবণের মাস, তাই এর নাম শ্রাবণ। এ মাসে ধর্মীয় গল্প ও উপদেশ শোনার রীতি রয়েছে।
শ্রাবণ মাস ভগবান শিবের কাছে প্রিয় হওয়ার দু'টি বিশেষ কারণ রয়েছে। প্রথমত, এই মাস থেকেই দেবী পার্বতী ভগবান শিবকে স্বামীরূপে পাওয়ার জন্য তপস্যা শুরু করেন।
দ্বিতীয়ত, দেবী সতীর প্রস্থানের পর, ভগবান শিব আবার তাঁর ক্ষমতা অর্থাৎ দেবী পার্বতীকে তাঁর স্ত্রী হিসাবে ফিরে পান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -