Sawan Somwar 2023 : সমস্ত মনোবাসনা পূরণ হয়, শ্রাবণের সোমবার শিবপুজোর পাশাপাশি দান করুন এই ৫ জিনিস !
শ্রাবণ মাসে ভগবান শিবের বিশেষ পুজো করা হয়। এই মাসে ভগবান শিবের উপাসনার পাশাপাশি দানধ্যানকেও গুরুত্ব দেওয়া হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশাস্ত্রে বলা হয়েছে, শ্রাবণ মাসে পূজা-অর্চনা করার পাশাপাশি দান করলে সকল প্রকার দুঃখ-কষ্ট দূর হয়ে যায় এবং শীঘ্রই মনোবাসনা পূরণ হয়। জেনে নেওয়া যাক, শ্রাবণের সোমবারে কোন কোন জিনিস দান করা উচিত।
কালো তিল- শ্রাবণ মাসে ভগবান শিবের জলাভিষেকে কালো তিল ব্যবহার করা হয়। কালো তিল ভগবান শিব এবং ভগবান শনি উভয়ের কাছেই খুব প্রিয়।
কালো তিল- যাঁদের গ্রহ সংক্রান্ত কোনও দোষ আছে, তাঁদের শ্রাবণের সোম বা শনিবার কালো তিল দান করা উচিত। এই প্রতিকারে গ্রহের দোষ দূর হয়।
নুন- বাস্তুশাস্ত্রে নুনের ব্যবস্থায় ঘরে ছড়িয়ে থাকা নেতিবাচক শক্তি দূর হয়। শিবপুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি শ্রাবণ মাসে লবণ দান করেন, তাঁর সমস্ত কষ্ট দূর হয়। এই প্রতিকার সুখ-সমৃদ্ধি বাড়ায়।
চাল- শ্রাবণ মাসের সোমবার, গরিব-দুঃখিকে চাল দান করুন। চালের তৈরি ক্ষীরও দান করতে পারেন। এমনটা করলে জীবনে সাফল্য পাওয়া যায়।
রুদ্রাক্ষ - এটি ভগবান শিবের একটি বিশেষ অলঙ্কার হিসেবে বিবেচিত হয়। শাস্ত্রে রুদ্রাক্ষকে ভগবান শিবের অঙ্গ হিসেবেও বিবেচনা করা হয়।
রুদ্রাক্ষ - মনে করা হয় যে, রুদ্রাক্ষের উৎপত্তি শিবের অশ্রু থেকে। তাই যে ভক্ত শ্রাবণ মাসে রুদ্রাক্ষ দান করেন, তাঁর আয়ু বাড়ে এবং অকালমৃত্যুর ভয় দূর হয়।
রুপো- যাঁদের ভাগ্যচক্রে কালসর্প দোষ রয়েছে, তাঁদের তা থেকে মুক্তি পেতে শ্রাবণ মাসে রুপো বা তা দিয়ে তৈরি জিনিস দান করা খুবই শুভ।
রুপো- এছাড়া সন্তান লাভের জন্যও শ্রাবণ মাসে রুপো দান করতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -