Sourav-Dona Ganguly: পাড়ার পুজোর উদ্বোধনে সস্ত্রীক সৌরভ, উপহার দিলেন চারাগাছ
বেহালার বীরেন রায় রোড। রাজ্য তো বটেই, গোটা বিশ্বের মানচিত্রে পরিচিত নাম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযে রাস্তা দিয়ে ঢুকে কিছুটা এগিয়ে ঠিক বাঁহাতে পড়বে বিখ্যাত সেই অট্টালিকা। কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি।
সেই বাড়ির গা ঘেঁষে গড়ে উঠেছে কাঠের ওপর রং-তুলির টানে এক আশ্চর্য মিনার। বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোমণ্ডপ।
১৯৭২ সালে সৌরভের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল পুজো। সৌরভের জন্মের বছর থেকেই।
দাদার বয়স আর পুজোর বয়স সমানুপাতে বাড়ছে। পায়ে পায়ে এবার একান্ন।
আর এ বছর দাদার পুজোয় পরিবেশ রক্ষার বার্তা। এবারের বিষয়ভাবনা ‘বোধ’।
মঙ্গলবার পুজোর উদ্বোধন করলেন সৌরভ স্বয়ং। সঙ্গে স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও হাজির ছিলেন।
সৌরভের পরনে ছিল হাল্কা সবুজ রংয়ের ফুলশার্ট আর কালো ট্রাউজার্স। ডোনা পরেছিলেন কালো শাড়ি। হাল্কা মেজাজে দেখা গেল সস্ত্রীক দাদাকে।
সর্বত্র বিশ্ব উষ্ণায়নের রক্তচক্ষু। সবুজ ধ্বংস করে গড়ে উঠছে কংক্রিটের জঙ্গল। বিজ্ঞানীদের আশঙ্কা, এভাবে চললে শীঘ্রই অস্তিত্বরক্ষার লড়াই করতে হবে মানবজাতিকে। বড়িশা প্লেয়ার্স কর্নারের এবারের দুর্গাপুজোয় দেওয়া হবে সচেতনতার বার্তা। মণ্ডপ নির্মাণ করেছেন সন্দীপ মুখোপাধ্যায়। প্রতিমাশিল্পী উৎপল ঘোষ।
নজর কাড়বে মণ্ডপের পরতে পরতে মধুবনী চিত্রপট। খুঁটিপুজোর দিন থেকেই সবুজ বাঁচানোর আর্তি উদ্যোক্তাদের। খুঁটিপুজোর দিন সকলের হাতে চারাগাছ তুলে দিয়েছিলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, ডোনা গঙ্গোপাধ্যায়। সৌরভ নিজে বড়িশা প্লেয়ার্স কর্নারের মাতৃবন্দনাকে নিজের বাড়ির পুজো মনে করেন। ঢাক বাজানো থেকে শুরু করে অষ্টমীর অঞ্জলি, বিসর্জনে ধুনুচি নাচ, ভোগ খাওয়া – সবেতেই মধ্যমনি মহারাজ। - নিজস্ব চিত্র
- - - - - - - - - Advertisement - - - - - - - - -