Shani Chandra Grahan: শনি গ্রহে চন্দ্রগ্রহণ, ১৮ বছর পর আশ্চর্য ঘটনায় ভাগ্যে সমস্যা, অশান্তিতে জীবন টালমাটাল
জ্যোতিষশাস্ত্রমতে ২৪ জুলাই শনি গ্রহে চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। এর অর্থ হল এবার চাঁদ শনিকে আড়াল করতে চলেছে। এই কারণেই শনিতে চন্দ্রগ্রহণ ঘটবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতে ১৮ বছর পর শনির চন্দ্রগ্রহণের বিরল দৃশ্য দেখা যাবে। ভারতীয় সময় অনুযায়ী, ২৪-২৫ জুলাই মধ্যরাতের আকাশে শনি চন্দ্রগ্রহণের আশ্চর্যজনক দৃশ্য দেখা যাবে। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন 'Lunar Occultation of Saturn'।
শনি চন্দ্রগ্রহণের সময়, চাঁদের প্রান্ত থেকে একটি বলয়ের মতো দৃশ্যমান হবে। বলয় আকারে শনির উপস্থিতি জ্যোতির্বিদ্যার দিক থেকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
শনির অবস্থানের প্রভাব জীবনের উপর একটি বড় প্রভাব ফেলতে চলেছে। তাই এর অশুভ প্রভাব পড়তে চলেছে রাশিচক্রে। বেশ কিছু রাশি সমস্যা পড়তে চলেছে।
শনির সমস্যা এড়াতে সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে পরের দিন শনিকে দান করুন।
এর জেরে চন্দ্রগ্রহণে শনির যে প্রকোপ পড়তে চলেছে তা কিছুটা হলেও কমতে পারে বলে বিশ্বাস।
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -