Shani Dev : রোজ এই কাজগুলি করে থাকেন? শনি দেবের তীব্র রোষে তছনছ হবে জীবন
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, যারা কারও টাকা কেড়ে নেয়, শনি তার উপর ক্রুদ্ধ হন। জেনে নিন আর কী কী করলে ক্রুদ্ধ হন শনি
Shani Dev : রোজ এই কাজগুলি করে থাকেন? শনি দেবের তীব্র রোষে তছনছ হবে জীবন
1/8
শনিদেব কর্ম অনুসারে ফল দেন। কোনো ব্যক্তির খারাপ কাজের কারণে শনিও ক্রুদ্ধ হন।জেনে নিন শনির রোষ এড়াতে কোন কাজগুলো করা উচিত নয়।
2/8
জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিদেবকে একটি কঠিন গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। শনি একজন তার কর্ম অনুসারে ফল দেন । কুণ্ডলীতে শনির অবস্থান দুর্বল হলে সেই ব্যক্তির নেতিবাচক ফল হয়। যাঁর শনির অবস্থান শুভ, তাঁর সাফল্য অনিবার্য ।
3/8
ন্যায়ের পথে থাকলে শনি তুষ্ট হন। অন্যদিকে কোনও ব্যক্তির কিছু অনৈতিক কাজের জন্য তিনি ক্রুদ্ধও হন। শনির রোষ হলে তাঁতে শাস্তি ভোগ করতে হয়। শনির রাগ এড়াতে কোন কাজগুলো করা উচিত নয় জেনে নিন।
4/8
আপনি যদি কারো কাছ থেকে টাকা ধার নিয়ে থাকেন এবং ইচ্ছাকৃতভাবে ফেরত না দেন, তাহলে আপনাকে শনির প্রকোপের সম্মুখীন হতে হতে পারে। শনি এই ধরনের ব্যক্তিদের জীবনে অনেক সমস্যা তৈরি করেন। তাই ঋণ নিয়ে থাকলে যত তাড়াতাড়ি সম্ভব পরিশোধ করুন।
5/8
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, যারা কারও টাকা কেড়ে নেয়, শনি তার উপর ক্রুদ্ধ হন। শনির অসন্তুষ্টির কারণে এই ধরনের লোকেদের কোনও কাজই সহজে হয় না। প্রায়শই তাদের গোছানো কাজগুলিও ঘেঁটে যায়। আর্থিক সংকটেও পড়তে হয় এসব মানুষকে।
6/8
যাদের বসার সময় পা নাড়ানোর অভ্যাস আছে তাদেরও শনিদেবের রোষের সম্মুখীন হতে হয়। জ্যোতিষশাস্ত্রে, অযথা পা নাড়ানোর অভ্যাসটিকে খুব খারাপ বলে মনে করা হয়।
7/8
আপনার রান্নাঘরে যদি এঁটো বাসন জমা করা থাকে তবে তা অবিলম্বে ধুয়ে পরিষ্কার করুন। এটি জ্যোতিষশাস্ত্রে অশুভ বলে মনে করা হয় এবং এটি ঘরে নেতিবাচক শক্তি ডেকে আনে। রান্নাঘরে রাখা এঁটো বাসন রাখলে ক্রুদ্ধ হন শনিদেব।
8/8
গুরুজন, অসহায় মানুষ ও প্রবীণদের অসম্মান করলেও শনিদেব ক্রুদ্ধ হন। এদের কাউকে অপমান করলেই শনিদেব নিষ্ঠুর চোখে তাকান।
Published at : 08 May 2023 10:05 AM (IST)