Shani Dev Puja : শনি জয়ন্তীতে ৪ রাশির জাতকদের জীবনে বড়ঠাকুরের দৃষ্টি! উন্নতির জোয়ার ফিরবে ভাগ্যে
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিদেবকে কর্মের দাতা এবং ন্যায়ের দেবতা বলে মনে করা হয়। শনিদেব ব্যক্তিকে তার কর্ম অনুসারে ফল দেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশনির অর্ধশতাধিক ধৈর্যের সময় প্রতিটি মানুষকেই শনির নিষ্ঠুর সময়ের সম্মুখীন হতে হয়। এই সময়ে একজন মানুষকে শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হতে পারে।
কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যে শনিদেবের কিছু প্রিয় রাশি আছে যেগুলি শনিদেবের পার্শ্বদৃষ্টি দ্বারা প্রভাবিত হয় না। সেই সঙ্গে শনিদেবের কৃপায় দিন-রাত দ্বিগুণ উন্নতি হয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই রাশিগুলো কোনটি।
শনিদেবের বিশেষ কৃপাও বৃষ রাশির ওপর থাকে। এই রাশির শাসক গ্রহ শুক্র। কিন্তু শুক্র ও শনির মধ্যে বন্ধুত্বের কারণে এই রাশির জাতকরা শুভ ফল লাভ করে।বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে শনিদেব সবসময় বৃষ রাশির জাতকদের উপর তাঁর আশীর্বাদ বজায় রাখেন।
বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে, তুলাকে শনিদেবের ভীষণ প্রিয় বলে মনে করা হয়। এই রাশির প্রতি শনিদেব সর্বদা শুভ দৃষ্টি দিয়ে থাকেন। তুলা রাশির জাতক জাতিকাদের কুণ্ডলীতে যদি শনি কোনো শুভ গ্রহের সঙ্গে অন্য স্থানে বসে থাকে তাহলে খুব শুভ ফল দেয়। এই রাশির জাতক জাতিকাদের কখনোই বেশিদিন কষ্ট পেতে হয় না।
মকর রাশি শনিদেবের অন্যতম প্রিয় রাশি। এই রাশির অধিপতি স্বয়ং শনিদেব। শনি মকর রাশিতে অর্ধেক হলে শনিদেব খুব একটা কষ্ট দেন না। মকর রাশির জাতক জাতিকারা শনিদেবের আরাধনা করলে দ্রুত খুশি হন এবং শনিদোষ থেকে মুক্তি পান।
কুম্ভ রাশি শনিদেবের অন্যতম প্রিয় রাশি। এই রাশির অধিপতিও শনিদেব। কুম্ভ রাশির প্রতি শনিদেব সবসময় সদয় হন। তাদের কখনোই টাকার অভাব হয় না। এই লোকেরা তাদের কর্মজীবনে খুব পরিশ্রমের সাথে কাজ করে। যার ভালো ফল পাওয়া যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -