Astro Tips: শনি, রাহু ও কেতু একসঙ্গে পিছিয়ে যাচ্ছে, এই ৩ রাশিকে ৬ মাস সাবধানে থাকতে হবে
শনিবার শনিদেব কুম্ভ রাশিতে পিছিয়ে যাচ্ছেন। শনির বিপরীতমুখী অবস্থা সমস্ত রাশির জন্য প্রতিকূল বলে মনে করা হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাহু ও কেতুর বিপরীত গতিও শুরু হবে শনির সঙ্গে। রাত ১০.৫৬ মিনিটে শনি গ্রহ পিছিয়ে যাবে।
এর পাশাপাশি মেষ রাশিতে রাহু এবং তুলা রাশিতে কেতু বিপরীত দিকে যাবে। শনি, রাহু ও কেতু প্রায় ৬ মাস এই অবস্থায় থাকবে।
আসুন জেনে নেওয়া যাক শনি, রাহু এবং কেতুর এই বিপরীত গতি থেকে কোন রাশির জাতকদের সাবধান হওয়া দরকার।
আগামী ৬ মাস কর্কটরাশিদের খরচের ব্যাপারে সতর্ক থাকতে হবে, তাই বুদ্ধির সঙ্গে খরচ করুন। চাকরিজীবীদের অহংকার থেকে সাবধান থাকতে হবে, না হলে চাকরি হারাতে হবে। অফিসে কাজের চাপ বাড়তে পারে, যার কারণে মানসিক চাপের সম্মুখীন হতে হতে পারে। অর্থনৈতিক দিক দুর্বল হতে পারে।
সিংহ রাশির জাতক জাতিকাদের আগামী ৬ মাস শনি, রাহু ও কেতুর বিপরীতমুখী গতির ব্যাপারে সতর্ক থাকতে হবে। কোনো কাজ করতে ভালো লাগবে না। যারা নতুন চাকরি খুঁজছেন, তাদের সমস্যায় পড়তে হতে পারে। বিনিয়োগের জন্য এটি ভালো সময় নয়, তাই ভেবেচিন্তে যেকোনো খাতে বিনিয়োগ করুন।
শনি, রাহু ও কেতুর বিপরীতমুখী গতি বৃশ্চিক রাশির জাতকদের বিরক্ত করতে পারে। এই পিছিয়ে পড়া পর্যায়ে আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে কিছু বাধার সম্মুখীন হতে পারেন। এই সময়ে, আপনাকে অনর্থক কথাবার্তা থেকে দূরে থাকতে হবে, অন্যথায় আপনার নাম কলঙ্কিত হতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -