Guru Purnima : শনির সাড়েসাতির প্রকোপ থেকে বাঁচতে গুরু পূর্ণিমায় অবশ্যই এই কাজগুলি করুন!
গুরু পূর্ণিমা হল একটি বৈদিক প্রথা, যার মধ্য দিয়ে শিষ্য তাঁর গুরুকে শ্রদ্ধাজ্ঞাপন করে থাকেন। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু পূর্ণিমা। হিন্দু ও বৌদ্ধ ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। 'গুরু' শব্দটি 'গু' এবং 'রু' এই দুটি সংস্কৃত শব্দ দ্বারা গঠিত। 'গু' শব্দের অর্থ 'অন্ধকার' বা 'অজ্ঞতা' এবং 'রু' শব্দের অর্থ 'অন্ধকার দূরীভূত করা'।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'গুরু' শব্দটি দ্বারা এমন ব্যক্তিকে নির্দেশ করা হয় যিনি অন্ধকার দূরীভূত করেন, অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান তিনিই গুরু। গুরু আমাদের মনের সব সংশয়, সন্দেহ, অন্ধকার দূর করেন এবং নতুন পথের দিশা দেখান।
বিশ্বাস করা হয় যে, ভক্তদের প্রতি ভগবান রুষ্ট হলে গুরুই রক্ষার পথ দেখাতে পারেন। প্রাচীনকাল থেকেই এই দেশে গুরুদের সম্মানজনক স্থান দেওয়া হয়েছে। গুরুর দেখানো পথে চলে, কোনও ব্যক্তি শান্তি, আনন্দ ও মোক্ষ প্রাপ্তি করতে পারে। তাই গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে।
জ্যোতিষীদের মতে, এই বছর গুরু পূর্ণিমায় বিশেষ সংযোগ সৃষ্টি হচ্ছে। যে রাশির উপরে শনির সাড়েসাতি এবং আড়াইয়ের প্রকোপ থাকে, তাদের জীবনে অনেক সমস্যা দেখা দেয়।
এবছর গুরু পূর্ণিমার দিন কিছু বিশেষ উপায়ে এর থেকে মুক্তি পাওয়া যেতে পারে। বর্তমানে ধনু, মকর, কুম্ভ, মিথুন এবং তুলা রাশির জাতকদের ওপর শনির সাড়েসাতি ও আড়াইয়ের প্রকোপ রয়েছে।
কালো তিল মেশানো জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। শিব পূজার মাধ্যমেও শনিদেবের প্রকোপ থেকে বাঁচা যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -