Shiv Puja : শিবপুজোয় বেলপাতা কেন এত গুরুত্বপূর্ণ? না পেলে কী করবেন?
বেল পাতা অর্থাৎ বিল্বপত্র ভগবান শিবের খুব প্রিয়। কথিত আছে যে এই পাতা শিবের মনকে শান্তিতে রাখে এবং মনে শান্তি দেয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিল্বপত্র বা বেলপাতা ছাড়া দেবাদিদেব মহাদেবের পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, শিবকে বেলপাতা নিবেদন করলে তিনি প্রসন্ন হন।
মা পার্বতীর ঘাম থেকে বেল গাছের জন্ম। এই কাহিনি স্কন্দপুরাণে বর্ণিত আছে। তাই শিবের সঙ্গে সঙ্গে পার্বতীরও প্রিয় বেলপাতা।
কথিত আছে যে বেল পত্রের গাছে পাঁচ দেবী গিরিজা, মহেশ্বরী, দক্ষিণানী, পার্বতী এবং মাতা গৌরী বাস করেন।হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বেলগাছ অত্যন্ত পবিত্র।
মানুষের বিশ্বাস, পার্বতীর কপালে একবার ঘাম দেখা যায়। সেই ঘাম মাটিতে পড়ার পর তার থেকে একটি ছোট গাছের জন্ম হয়। তার তিনটি পাতা। তখন সখীদের অনুরোধে পার্বতী এই গাছের নাম দেন বিল্ব গাছ।
কথিত আছে, দেবী লক্ষ্মীও বেল গাছে অবস্থান করবেন। যিনি এই গাছের ফল বা পাতা দিয়ে শিবের পুজো করেন তিনি অনেক পুণ্যলাভ করেন।
সব সময় তিনটি পাতা সহ বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করা উচিত। খেয়াল রাখবেন এতে যেন কোনও দাগ না থাকে। কাটা-ছেঁড়া ও শুকিয়ে যাওয়া বেলপাতা একেবারেই নিবেদন করা ঠিক নয়।
পুজোর সময় বেলপাতা না থাকলে, আগে নিবেদিত পাতা ধুয়ে শিবলিঙ্গে অর্পণ করুন। বেলপাতা কখনও বাসি হয় না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -