Shravan First Monday: শ্রাবণের প্রথম সোমবারে দেশজুড়ে আরাধনা দেবাদিদেব মহাদেবের, বিভিন্ন মন্দিরে ভিড় অসংখ্য ভক্তের
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ভক্তরা পবিত্র শ্রাবণ মাসের প্রথম সোমবার ভগবান শিবের মাথায় জল ঢাললেন।(ছবি সৌজন্য- পিটিআই)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউত্তরাখণ্ডের হরিদ্বারে গঙ্গা নদীর জল নিয়ে দেবাদিদেব মহাদেবের মাথায় ঢালার জন্য বয়ে আনছেন কানওয়ার যাত্রীরা।(ছবি সৌজন্য- পিটিআই)
প্রয়াগরাজে অন্যান্য ভক্তদের সঙ্গে মায়ের কাঁধে চড়ে শিবের মাথায় জল ঢালছে ছোট্ট একটি শিশু।(ছবি সৌজন্য- পিটিআই)
পাঞ্জাবের অমৃতসরে শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে শিব পুজো করেছেন একজন মহিলা।(ছবি সৌজন্য- পিটিআই)
বিহারের রাজধানী পাটনার একটি শিব মন্দিরে পুজোর পর মহাদেবের বাহন নন্দীর কানে নিজের ইচ্ছার কথা বলেছেন একজন ভক্ত।(ছবি সৌজন্য- পিটিআই)
অমৃতসরের শিবালয় বীর ভবনে শ্রাবণের প্রথম সোমবার উপলক্ষে অপূর্ব ফুলের সাজে সাজানো হয়েছে দেবাদিদেব মহাদেবকে। পুজো দেওয়ার জন্য জমেছে অনেক মানুষের ভিড়ও।(ছবি সৌজন্য- পিটিআই)
জম্মুর আপ শম্ভু মন্দিরে পবিত্র শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবকে পুজো দেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন প্রচুর ভক্ত।(ছবি সৌজন্য- পিটিআই)
শিব নগরী বারাণসীতে শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে গঙ্গা নদীতে স্নান করতে জড়ো হয়েছেন অসংখ্য মানুষ।(ছবি সৌজন্য- পিটিআই)
উত্তরপ্রদেশের বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের বাইরে ভক্তরা পুজোর সামগ্রী ও গঙ্গা জলের ঘটি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন।(ছবি সৌজন্য- পিটিআই)
গুরুগ্রামে ভগবান শিবের পুজোয় ব্যস্ত রয়েছেন ভক্তরা। দেবাদিদেব মহাদেবের মাথায় ঢালা হচ্ছে দুধ-গঙ্গাজল।(ছবি সৌজন্য- পিটিআই)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -