'তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কী লাভ? ' জন্মতিথিতে স্মরণ শ্রীরামকৃষ্ণদেবকে

Sri Ramakrishna Birthday Celebration: ওঁ স্থাপকায় চ ধর্মস্য, সর্বধর্ম স্বরূপিনে। অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ॥ - জন্মতিথিতে স্মরণ শ্রীরামকৃষ্ণদেবকে

জন্মতিথিতে স্মরণ শ্রীরামকৃষ্ণদেবকে

1/6
সারা পৃথিবীতে ধর্মীয় কারণে যখন মানুষে মানুষে বিভেদ ক্রমেই বাড়ছে, তখন বারবার চেতনা ফেরায় শ্রীরামকৃষ্ণ দেবের সেই অমূল্য কথাখানি। "তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কী লাভ? যখন তোমার আমার সবার গন্তব্য সেই এক জনেরই কাছে?"
2/6
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে, এ বছর ১২ ই মার্চ মঙ্গলবার বেলুড় মঠে ভগবান শ্রী রামকৃষ্ণের জন্ম তিথি পালিত হচ্ছে। সকাল ৮ টা থেকে সরাসরি ইউটিউবে দেখা যাবে মিশনের সব অনুষ্ঠান।
3/6
আজ থেকে ১৮৯ বছর আগে এই তিথিতেই জন্ম তাঁর। বেলুড় মঠে আজ শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি উৎসব। দিনভর নানা উৎসব অনুষ্ঠান। সকাল থেকেই ভক্ত সমাগম শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনে। সারা দিন ব্যাপী আজ নানারকম কর্মসূচি।
4/6
শ্রীরামকৃষ্ণ বারবার তাঁর জীবন দিয়ে, তাঁর সহজ বাণীর মধ্য দিয়েই বুঝিয়ে দিয়েছেন ভক্তের হৃদয়েই ভগবানের বাস। তাই চিত্তশুদ্ধি কতটা প্রয়োজন। বারবার ঠাকুর বলেছেন, 'আত্মা যার মাধ্যমে ঈশ্বর ক্রীড়া করেন তাঁর বিশেষ ক্ষমতায়। বাড়িওয়ালা তার এস্টেটের যেকোনো অংশে থাকতে পারেন, তবে তাকে সাধারণত একটি নির্দিষ্ট ড্রয়িং-রুমে পাওয়া যায়। '
5/6
তবে কি যে কোনও ভক্তের হৃদয়েই এভাবে ভগবান রাজ করেন ? ঠাকুরের কথায়, এমন ভক্তের লক্ষণ কী? যখন কোনও মানুষকে মহান কাজ করতে দেখা যাবে, তখন বুঝতে হবে যে ঈশ্বরের বিশেষ শক্তি তার মাধ্যমে প্রকাশিত হচ্ছে।
6/6
আজ সারাদিন বেলুড় মঠের পুজো আচ্চা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে নজর রাখুন ইউটিউব চ্যানেলে। https://www.youtube.com/watch?v=tNIOdGCUEKw - এই লিঙ্কে ক্লিক করতে হবে।
Sponsored Links by Taboola