Swami Vivekananda: সাফল্য পেতে মানুন স্বামী বিবেকানন্দের এই উপদেশ, বদলে যাবে জীবন
কোনও কিছু শেখা বা জানার জন্য মনঃসংযোগ করা সবচেয়ে জরুরি। আর মনঃসংযোগ করতে হলে ধ্যান করতে হবে। একমাত্র ধ্যান করেই আপনি নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন।(ছবি সৌজন্য-বেলুড় মঠ)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযতক্ষণ প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত নতুন জ্ঞান আহরণ করতে হবে। অভিজ্ঞতাই আমাদের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। (ছবি সৌজন্য-বেলুড় মঠ)
লোকে আপনার যতই নিন্দে করুক, বা প্রশংসা করুক, আপনার লক্ষ্য কাছে থাকুক বা দূরে। আজই আপনার মৃত্যু হোক বা ভবিষ্যতে। সত্যের পথ থেকে কখনও সরে যাবেন না।(ছবি সৌজন্য-বেলুড় মঠ)
ওঠো, জাগো এবং নিজের লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমো না।(ছবি সৌজন্য-পিটিআই)
সময়ের কাজ সময়ের মধ্য়েই শেষ করুন। না হলে মানুষের বিশ্বাস আপনার উপর থেকে সরে যাবে।(ছবি সৌজন্য-পিটিআই)
আমাদের চিন্তা-ভাবনাই আমাদের তৈরি করে। আমরা যেমন চিন্তা করব, মানুষ হিসেবেও আমরা তেমনই। (ছবি সৌজন্য-পিটিআই)
কাজ করার সময় নিজের সমস্ত আত্মা সেই কাজে সঁপে দিন, আর সবকিছু ভুলে যান।(ছবি সৌজন্য-বেলুড় মঠ)
আপনি দুর্বল চিন্তাভাবনা করলে মানুষ হিসেবেও দুর্বল হয়ে থাকবেন। আপনি যদি নিজেকে সবল ভাবেন, তাহলেই আপনি সবল হবেন।(ছবি সৌজন্য-বেলুড় মঠ)
সম্পূর্ণ বিশ্বের শক্তি আমাদের মধ্যে। কিন্ত আমরা তা টের পাই না। নিজেদের চোখের উপর হাত চাপা দিয়ে চারপাশে অন্ধকার বলে কান্নাকাটি করি।(ছবি সৌজন্য-বেলুড় মঠ)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -