Tarapith : উল্টোরথেও পরিক্রমায় মা-তারা, কেন এদিন মন্দিরের বাইরে বের হন দেবী ?
তারাপীঠ মন্দিরের বৈশিষ্ট্য হল, প্রতিবছর এখানে মহাসমারোহে রথযাত্রা পালন করা হয়। তবে মা তারাকে নিয়ে মন্দির প্রদক্ষিণ করে রথ। এদিনও রথের উপরে তারামায়ের ছবি বসিয়ে পুজো করেন সেবায়েতরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম।’ রথযাত্রায় লোকে লোকারণ্য তারাপীঠ।
জনারণ্য শক্তিপীঠ। রথে বেরোলেন দেবী। উল্টোরথেও। বিশ্বাস, মা এদিন দেখেন তাঁর ভক্তরা সব কেমন আছে।
সাধক বামাক্ষাপার সময় থেকে এখানে তারা মাকে রথে বসিয়ে জগন্নাথ রূপে বিশেষ পুজো-অর্চনার আয়োজন করা হয়। অন্য মতে, সাধক দ্বিতীয় আনন্দনাথের সময় থেকে এই বিশেষ পুজো-অর্চনা শুরু হয়।
রথযাত্রা উপলক্ষ্যে এবারও অপরূপ সাজে সেজে উঠেছিলেন তারা-মা। তিনি এদিন উজাড় করে আশীর্বাদ করেন ভক্তদের।
১৭ ফুট উঁচু পিতলের তৈরি রথে মাকে বসিয়ে ঘোরানো হয় এলাকায়। এভাবেই রথ ও উল্টোরথের দিন ঘোরেন মা - তারা।
উল্টো রথযাত্রা উপলক্ষ্যে এবার তারাপীঠে ভিড় ছিল চোখে পড়ার মতো।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -