Jyothirlinga: কোথায় কোথায় আছে ভারতের দ্বাদশ জ্যোর্তিলিঙ্গ ? কী মহিমা

Jyothirlinga ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে দেবাদিদেব মহাদেবের প্রচুর মন্দির। এই মন্দিরগুলির মধ্যে ১২টি মন্দিরে শিবের দ্বাদশ জ্যোর্তিলিঙ্গ অবস্থিত বলে বিশ্বাস সনাতনীদের ধর্মাবলম্বীদের।

Twelve jyotirlingas

1/12
১২টি জ্যোর্তিলিঙ্গের মধ্যে প্রথম জ্যোর্তিলিঙ্গ হিসেবে ধরা হয় গুজরাটের সোমনাথ মন্দিরকে। বহুবার বিদেশীদের আক্রমণের পরে ফের নতুন করে গড়ে তোলা হয়েছে এই মন্দির। ছবি সৌজন্য - পিটিআই
2/12
অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলমে রয়েছে দ্বিতীয় জ্যোর্তিলিঙ্গ মল্লিকার্জ্জুন স্বামীর মন্দির। শিবরাত্রি ছাড়াও বছরের বিভিন্ন সময়ে ভক্তদের ভিড় লেগেই থাকে পবিত্র এই মন্দিরে। ছবি সৌজন্য -srisailadevasthanam.org
3/12
মধ্যপ্রদেশের উজ্জৈনে অবস্থিত মহাকাল বা মহাকালেশ্বরের মন্দিরকে দ্বিতীয় জ্যোর্তিলিঙ্গ বলে মনে করেন সনাতন ধর্মাবলম্বীরা। সারা বছর প্রচুর ভক্তের ভিড় লেগেই থাকে এই মন্দির দর্শনে। ছবি সৌজন্য -abp news
4/12
মধ্যপ্রদেশে রয়েছে শিবের তৃতীয় জ্যোর্তিলিঙ্গ হিসেবে পরিচিত ওমকারেশ্বরের মন্দির। বর্তমানে এই মন্দিরটির সংস্কার করে একে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে। ছবি সৌজন্য- abp news
5/12
দ্বাদশ জ্যোর্তিলিঙ্গের চতুর্থ জ্যোর্তিলিঙ্গ হল হিমালয়ের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত কেদারনাথ ধাম মন্দিরটি। অতিরিক্ত তুষারপাতের কারণে শীতকালে বন্ধ থাকে এই মন্দির। ছবি সৌজন্য- পিটিআই
6/12
মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় অবস্থিত দ্বাদশ জ্যোর্তিলিঙ্গের মধ্যে পঞ্চম লিঙ্গ হিসেবে পরিচিত ভীমশঙ্কর মন্দিরটি। ছবি সৌজন্য- abp news
7/12
মহারাষ্ট্রে অবস্থিত রয়েছে দ্বাদশ জ্যোর্তিলিঙ্গের সপ্তম ত্রিম্বাকেশ্বর। ছবি সৌজন্য- পিটিআই
8/12
ঝাড়খণ্ডের দেওঘরে রয়েছে অষ্টম জ্যোর্তিলিঙ্গ, দেবাদিদেব মহাদেবের আরেক রূপ বৈদ্যনাথ। শ্রাবণ মাসে সুলতানগঞ্জ থেকে ১০৮ কিলোমিটার হেঁটে ও দৌড়ে বাবা মহাদেবের মাথায় জল ঢালতে যান অনেক ভক্তই। ছবি সৌজন্য-
9/12
তামিলনাড়ুর সমুদ্রতীরে অবস্থিত রামেশ্বরম জ্যোর্তিলিঙ্গ। একে মহাদেবের দশম জ্যোর্তিলিঙ্গ হিসেবে ধরা হয়।
10/12
রাজস্থানের মাধোপুর জেলার শীওয়ার এলাকায় অবস্থান ১১তম জ্যোর্তিলিঙ্গ ঘুসমেশ্বরের।
11/12
দেবাদিদেব মহাদেবের সর্বশেষ অর্থাৎ দ্বাদশ জ্যোর্তিলিঙ্গের ঘৃষ্ণেশ্বর অবস্থান মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার ইলোরায়।
12/12
উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত রয়েছে কাশী বিশ্বনাথ ধাম। যাঁকে দ্বাদশ জ্যোর্তিলিঙ্গের ষষ্ঠ হিসেবে পরিগণিত করা হয়। ছবি সৌজন্য- পিটিআই
Sponsored Links by Taboola