Char Dham Yatra 2024: চার ধাম যাত্রায় ফটো-রিল শ্যুটে নিষেধাজ্ঞা! দর্শনার্থীদের জন্য একাধিক নিয়ম জারি

Char Dham Yatra New Rules: চার ধাম যাত্রায় ফটো-রিল শ্যুটে নিষেধাজ্ঞা! দর্শনার্থীদের জন্য একাধিক নিয়ম জারি

চার ধাম যাত্রায় একাধিক নিষেধাজ্ঞা

1/7
অপেক্ষার অবসানের পর শুরু হয়েছে চার ধাম যাত্রা। যাত্রা শুরু হতেই রেকর্ড ভিড় কেদার-বদ্রী-গঙ্গোত্রী-যমুনোত্রীতে। আটক হয়ে পড়েছিলেন একাধিক দর্শনার্থীরা।
2/7
এদিকে, এর মধ্যেই চারধাম যাত্রায় রিল এবং ভিডিও নিষেধাজ্ঞা জারি করল উত্তরাখণ্ড সরকার। এই বিষয়ে উত্তরাখণ্ড রাজ্যের মুখ্য সচিব রাধা রাতুরি একটি আদেশ জারি করেছেন।
3/7
উত্তরাখণ্ড রাজ্যের মুখ্য সচিব বলেছেন, এখন থেকে যারা চারধাম যাত্রা নিয়ে রিল তৈরি করে ভুল তথ্য বা গুজব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করবে প্রশাসন।
4/7
উত্তরাখণ্ডের মুখ্যসচিব আধিকারিকদের তা কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। জানান হয়েছে, মন্দিরের ৫০ মিটারের ব্যাসার্ধের মধ্যে ভিডিওগ্রাফি, সোশ্যাল মিডিয়া রিল ইত্যাদি করা থেকে বিরত থাকতে হবে।
5/7
যেহেতু চারধাম যাত্রায় বিপুল সংখ্যক ভক্তের আগমন ঘটছে সেহেতু মন্দির চত্বরে কিছু লোক রিল তৈরি বা ভিডিওগ্রাফি করায় পুণ্যার্থীদের বিশ্রামে সমস্যা সৃষ্টি করছে বলে দাবি করা হচ্ছে। এই বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ড সরকার।
6/7
মুখ্যসচিব আরও বলেছেন, কিছু মানুষ রিলের মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে। যেখানে বিভ্রান্তিকর তথ্য দিয়ে রিল তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা অপরাধ। এ ধরনের বিভ্রান্তিকর রিলের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
7/7
পাশাপাশি চারধাম যাত্রায় ভক্তদের বিপুল ভিড়ের পরিপ্রেক্ষিতে ভিআইপি দর্শনের নিষেধাজ্ঞা ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। যাতে সকল ভক্তরা সহজেই চারটি ধাম দর্শন করতে পারেন।
Sponsored Links by Taboola