Vastu: কোন ধরনের জমি বাস্তু দোষ পূর্ণ? বাস্তুর আকৃতি অনুযায়ী কিনুন বাড়ি-ফ্ল্যাট
জমি, বাড়ি কেনার সময় বাস্তু দেখে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। বাড়ি যে জমির উপর তৈরি হবে তার মাটি কেমন হবে, জমির আকার কেমন হবে সে সম্পর্কে বাস্তুশাস্ত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ কথার উল্লেখ রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাড়ি বানানোর আগে কিছু বিষয়গুলি অবশ্যই মাথায় রাখা দরকার।
বাস্তুকে দু’ ভাগে ভাগ করা হয়। একটি সূর্য-ভেদী, অপরটি চন্দ্র-ভেদী। আয়তাকার, বর্গাকার, বৃত্তাকার, চক্রাকার, বিষমবাহু, ত্রিকোণাকার, চতুরস্রাকার, শকটাকার, দণ্ডাকর, পণবাকার, মুরজাকার, বৃহম্মুখাকার, বাজনাকার, কুর্মাকার, সুর্পাকার, ধনুকাকৃতি— সব মিলিয়ে বাস্তু ১৬ প্রকারের।
আয়তাকার, বর্গাকার, বৃত্তাকার, চতুরস্রাকার বাদে বাকি ১২ প্রকারের বাস্তুতে বসবাস করলে অর্থনাশ, বিপর্যয়, চুরির মতো নানা প্রকার দুর্ভোগের সম্মুখীন হতে হয়।
বাস্তুশাস্ত্র অনুসারে জমির পরিমাণ যেমনই হোক না কেন তার আকার বা আকৃতিটি খুবই গুরুত্বপূর্ণ৷
স্বল্প পরিমাণ জমি হলেও তার আকার যদি সামঞ্জস্যপূর্ণ হয় তবে সেই জমি গৃহনির্মাণের পক্ষে উপযুক্ত৷ তাই সেখানে বসবাস শান্তিপূর্ণ হয়৷
অন্যথায় দোষযুক্ত জমিতে বসবাস করলে নানা রকম বিপর্যয় হতে পারে৷ মোটামুটিভাবে আয়তাকার, বর্গাকার, বৃত্তাকার জমি বাড়িঘর নির্মাণের পক্ষে অশুভ৷
ছোটোখাটো বাস্তুদোষ থাকলেও অভিজ্ঞ বাস্তু বিশেষজ্ঞের পরামর্শ সেই দোষত্রুটির সংস্কার করে নেওয়াই যায়৷
- - - - - - - - - Advertisement - - - - - - - - -