Vastu: কোন ধরনের জমি বাস্তু দোষ পূর্ণ? বাস্তুর আকৃতি অনুযায়ী কিনুন বাড়ি-ফ্ল্যাট
Vastu Tips:বাস্তুশাস্ত্র অনুসারে জমির পরিমাণ যেমনই হোক না কেন তার আকার বা আকৃতিটি খুবই গুরুত্বপূর্ণ৷
দোষযুক্ত জমিতে বসবাস করলে নানা রকম বিপর্যয় হতে পারে
1/8
জমি, বাড়ি কেনার সময় বাস্তু দেখে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। বাড়ি যে জমির উপর তৈরি হবে তার মাটি কেমন হবে, জমির আকার কেমন হবে সে সম্পর্কে বাস্তুশাস্ত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ কথার উল্লেখ রয়েছে।
2/8
বাড়ি বানানোর আগে কিছু বিষয়গুলি অবশ্যই মাথায় রাখা দরকার।
3/8
বাস্তুকে দু’ ভাগে ভাগ করা হয়। একটি সূর্য-ভেদী, অপরটি চন্দ্র-ভেদী। আয়তাকার, বর্গাকার, বৃত্তাকার, চক্রাকার, বিষমবাহু, ত্রিকোণাকার, চতুরস্রাকার, শকটাকার, দণ্ডাকর, পণবাকার, মুরজাকার, বৃহম্মুখাকার, বাজনাকার, কুর্মাকার, সুর্পাকার, ধনুকাকৃতি— সব মিলিয়ে বাস্তু ১৬ প্রকারের।
4/8
আয়তাকার, বর্গাকার, বৃত্তাকার, চতুরস্রাকার বাদে বাকি ১২ প্রকারের বাস্তুতে বসবাস করলে অর্থনাশ, বিপর্যয়, চুরির মতো নানা প্রকার দুর্ভোগের সম্মুখীন হতে হয়।
5/8
বাস্তুশাস্ত্র অনুসারে জমির পরিমাণ যেমনই হোক না কেন তার আকার বা আকৃতিটি খুবই গুরুত্বপূর্ণ৷
6/8
স্বল্প পরিমাণ জমি হলেও তার আকার যদি সামঞ্জস্যপূর্ণ হয় তবে সেই জমি গৃহনির্মাণের পক্ষে উপযুক্ত৷ তাই সেখানে বসবাস শান্তিপূর্ণ হয়৷
7/8
অন্যথায় দোষযুক্ত জমিতে বসবাস করলে নানা রকম বিপর্যয় হতে পারে৷ মোটামুটিভাবে আয়তাকার, বর্গাকার, বৃত্তাকার জমি বাড়িঘর নির্মাণের পক্ষে অশুভ৷
8/8
ছোটোখাটো বাস্তুদোষ থাকলেও অভিজ্ঞ বাস্তু বিশেষজ্ঞের পরামর্শ সেই দোষত্রুটির সংস্কার করে নেওয়াই যায়৷
Published at : 04 Jul 2023 02:51 PM (IST)