Vastu Tips: বাড়িতে চড়াই পাখির বাসা করা শুভ নাকি অশুভ?

আপনার গৃহে চড়াই পাখি বাসা করেছে তাহলে কিন্তু সেই বাসাকে একেবারেই ভেঙে দেবেন না

Vastu,vastu shastra,vastu tips

1/8
আমরা অনেকেই বাস্ত মেনে চলি, আবার অনেকেই এগুলোকে বিশ্বাস করিনা, কিন্তু আমরা যদি একটু গভীরে পড়াশোনা করি তাহলে দেখব বাস্তু কিন্তু কোন কুসংস্কার নয়। আগেকার দিনে বাড়ির মধ্যে চড়াই পাখিকে অনেক পরিমাণে দেখতে পাওয়া যেত। কিন্তু বর্তমানে আমরা এত বেশি উন্নতির দিকে এগিয়ে চলছি, যার ফলে নেটওয়ার্ক ব্যবস্থার জন্য এই পাখিকে কিন্তু আর অতটা সহজে দেখতে পাওয়া যায় না।
2/8
তবে যদি দেখেন আপনার গৃহে চড়াই পাখি বাসা করেছে তাহলে কিন্তু সেই বাসাকে একেবারেই ভেঙে দেবেন না বা নষ্ট করে দেবেন না বা চড়াই পাখি কে উড়িয়ে দেবেন না। কারণ বাস্তু বলছে, ঠিক উল্টো কথা। বাস্তু বলছে, এই চড়াই পাখি যদি আপনার গৃহে বাসা বাঁধে তা আপনার জন্য অত্যন্ত শুভ বার্তা বয়ে আনবে।
3/8
চড়াই পাখির বাসা যদি গৃহে থাকে, তাহলে সেই সংসারের সুখ শান্তি বৃদ্ধি পায়। চড়াই পাখি যদি আপনার গৃহে ডিম পাড়ে এবং সেখান থেকে যদি বাচ্চা হয়, তাহলে বুঝতে হবেআপনার জীবনে আরও সমৃদ্ধি আসতে পারে।
4/8
গৃহের মধ্যে সম্পর্ক ভালো রাখতে সাহায্য করে চড়াই পাখি। চড়াই পাখির কিচিরমিচির আওয়াজ এর মধ্যে রয়েছে অনেক বেশি পজিটিভ এনার্জি। পজেটিভ এনার্জি ভাইব্রেশনে আপনার জীবন অনেক সুন্দর হয়ে যাবে।
5/8
বাস্তু বলছে, আপনার গৃহে যদি এই পাখি বাসা করে, তাহলে আপনি আপনার কর্মস্থলে অনেক বেশি উন্নতি করতে পারবেন।
6/8
এই পাখি যদি আপনার গৃহে আশ্রয় নেয়, তাহলে শারীরিকভাবেও আপনি অনেক সুন্দর এবং সুস্বাস্থ্যের অধিকারী হবেন।
7/8
এইভাবে বাস্ত মেনেই আপনি যদি দিনের প্রতিটা সময় কাটাতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনের সমস্ত সমস্যা থেকে আপনি খুব সহজেই রেহাই পেয়েছেন।
8/8
ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ করুন।
Sponsored Links by Taboola