Vat Savitri Vrat: প্রেম ও ভক্তির অদ্ভুত নিদর্শন বট সাবিত্রী ব্রত, করতে হয় কী?
সনাতন ধর্মের কিংবদন্তি অনুযায়ী বলা হয় যে জ্যৈষ্ঠ অমাবস্যার দিন দেবী সাবিত্রী মৃত্যুর দেবতা যমরাজাকে তাঁর স্বামী সত্যবানের জীবন ফিরিয়ে দিতে বাধ্য করেছিলেন। যমরাজ তাঁর ভক্তিতে এতটাই খুশি হয়েছিলেন যে তিনি তাঁর মৃত স্বামীকে ফিরিয়ে দিয়েছিলেন। এরপর থেকেই বিবাহিত মহিলারা বট গাছের কাছে প্রার্থনা করেন পরিবারের মঙ্গলের জন্য এবং সাবিত্রীকে দেবী সাবিত্রী হিসেবেও পুজো করা হয়। (ছবি সৌজন্য-পিটিআই)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রেম ও ভক্তির অদ্ভুত নির্দশন হিসেবে মানা হয় বট সাবিত্রী ব্রতকে। এই ব্রত পালন করে পরিবারের শ্রীবৃদ্ধি আর স্বামী ও সন্তানদের মঙ্গল কামনায় প্রার্থনা করেন বিবাহিত মহিলারা। (ছবি সৌজন্য-পিটিআই)
পুরাণে বর্ণিত কাহিনী অনুযায়ী, অশ্বপতি নামে রাজা ১৮ বছর ধরে সন্তান কামনায় পুজো করেছিলেন। তারপর দেবী সাবিত্রী তাঁর কন্যা হিসেবে জন্ম নেন। তাঁর যখন বিয়ের বয়স হয় তখন তিনি তপোবনে ঘুরতে গিয়ে রাজা দ্যুমতসেনের ছেলে সত্যবানকে বিয়ে করবেন বলে সিদ্ধান্ত নেন।(ছবি সৌজন্য-পিটিআই)
সাবিত্রীর পছন্দের কথা জানতে পেরে রাজা অশ্বপতিকে এসে নারদ মুনি সতর্ক করে সত্যবানের খুব তাড়াতাড়ি মৃত্যু হবে বলে জানান। যে কথা শোনার পরেও সাবিত্রী নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেননি। বিয়ের পর কিছুদিনের মধ্যে সত্যবান মারা যান। সত্যবানকে নিয়ে যাওয়ার জন্য যমরাজ এলে সাবিত্রী তাঁর পিছনে পিছনে যেতে থাকে। (ছবি সৌজন্য-পিটিআই)
পৌরাণিক গল্প অনুযায়ী যম তাঁকে নিরস্ত করার চেষ্টা করলেও পারেননি। তখন বাধ্য হয়ে তিনটি বর দেন। যার মধ্যে শেষ বরে সাবিত্রী একশোটা সন্তানের মা হওয়ার আশীর্বাদ চেয়েছিলেন। যার ফলে ফের প্রাণ ফিরে পান সত্যবান।(ছবি সৌজন্য-পিটিআই)
সাবিত্রীর এই প্রেম ও ভক্তির জোরে স্বামীকে যমের ঘর থেকে ফিরিয়ে আনার কাহিনী প্রাচীনকাল থেকেই বিশ্বাস করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। আর তার জন্যই দীর্ঘদিন ধরে স্বামী ও সন্তানের জন্য এই ব্রত পালন করে আসছেন বিবাহিত মহিলারা।(ছবি সৌজন্য-পিটিআই)
জ্যৈষ্ঠ অমাবস্যার দিন সকালে উপোস অবস্থায় তিল ও আমলকী জলে দিয়ে স্নান করার পরে বট গাছের নিচে পুজো করেন মহিলারা। স্নান করার পর নতুন জামা ও চুড়ি পরে কপালে সিঁদুর লাগান। বট গাছের শিকড় জল দিয়ে খান। যাঁরা এই ব্রত পালন করেন তাঁরা তিনদিন শুধুমাত্র বটের শিকড় জল দিয়ে খেয়েই থাকেন।(ছবি সৌজন্য-পিটিআই)
বট গাছের চারিদিকে হলুদ বা লাল রঙের সুতো বেঁধে তার পুজো করেন মহিলারা। গাছের গোড়ায় জল, ফুল ও চাল অর্পণ করেন। সবকিছুর শেষে বট গাছের চারিদিকে প্রদক্ষিণ করতে করতে নিজেদের মনে থাকা ইচ্ছাপূরণের জন্য প্রার্থনা করেন। এরপর অনেকে দান করেন।(ছবি সৌজন্য-পিটিআই)
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।(ছবি সৌজন্য-পিটিআই)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -