Vinayak Chaturthi 2024: আসছে বিনায়ক চতুর্থী, কবে, কোন মুহূর্তে গণেশ আরাধনায় কার্যসিদ্ধি?

Vinayak Chaturthi Time Dates: যাঁরা বিনায়ক চতুর্থীর উপবাস করেন, তাঁদের ঘরে সুখ-সমৃদ্ধির অভাব হয় না। ২০২৪ সালের প্রথম বিনায়ক চতুর্থীর তারিখ, শুভ সময় এবং তাৎপর্য জানুন।

আসছে বিনায়ক চতুর্থী, ( ছবি : pixabay.com )

1/9
দুর্গাপুজোর আগেই একবার পালন হয় গণেশ চতুর্থী। আর হয় বছরের এই সময়টায়। পৌষ মাসের শুক্লপক্ষে পালন করা হয় বিনায়ক চতুর্থী । এদিন গণেশের পুজোর আয়োজন করা হয় ঘরে ঘরে । বিশ্বাস এদিন ভগবান গণেশের পুজো করলে সাফল্য তাঁদের সঙ্গী হয়।
2/9
বিনায়ক চতুর্থীর (Vinayak Chaturthi) বিশেষ মহিমা শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। এই উপবাস সাধককে প্রতিটি সংকট ও দুর্যোগ থেকে রক্ষা করে।
3/9
যাঁরা বিনায়ক চতুর্থীর উপবাস করেন, তাঁদের ঘরে সুখ-সমৃদ্ধির অভাব হয় না। ২০২৪ সালের প্রথম বিনায়ক চতুর্থীর তারিখ, শুভ সময় এবং তাৎপর্য জানুন।
4/9
১৪ জানুয়ারি তারিখে গণপতি পালন করা হবে এ বছরের প্রথম বিনায়ক চতুর্থী। এই বছরের প্রথম বিনায়ক চতুর্থী। এদিন লোহরিও পালিত হবে।
5/9
পৌষ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি ১৪ জানুয়ারি সকাল ৭.৫৯ টায় শুরু হবে এবং পরের দিন ১৫ জানুয়ারি ভোর ৪ টে ৫৯ এ শেষ হবে। ভগবান গণেশের উপাসনার জন্য শুভ সময় হল সকাল ১১.২৭ থেকে থেকে দুপুর ১.৩৩ পর্যন্ত।
6/9
অনেকে মানেন, বিনায়ক চতুর্থীতে চাঁদ দেখা ঠিক নয়। কথিত আছে এটি জীবনে কলঙ্ক নিয়ে আসে। এই দিনে বাড়িতে দূর্বা ঘাস এবং অঙ্কের গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয়, তাতে গণেশের বাস। ঘরে সুখ আছে।
7/9
পৌষ বিনায়ক চতুর্থীতে ভগবান গণেশকে মোদক বা বেসনের লাড্ডু নিবেদন করা উচিত, মনে করা হল এতে সিদ্ধি বিনায়ক খুব খুশি হন এবং সমস্ত কাজ সিদ্ধ হয়।
8/9
যদি আর্থিক সমস্যা থাকে এবং শিশু পড়াশোনায় মনোযোগ দিতে সমস্যা হয়, তাহলে পৌষ বিনায়ক চতুর্থীতে গণেশ চালিসা পাঠ করুন এবং শিশুকে গণপতির গায়ে সিঁদুর লাগাতে দিন। বিশ্বাস করা হয় যে এটি শিশুর বুদ্ধির বিকাশে সহায়তা করে।
9/9
গণেশকে তুষ্ট করুন এই মন্ত্রে - ইদম দূর্বাদলম ওম গণপতয়ে নমঃ । এতে দেবতা খুশি হন। বিশ্বাস করা হয় এতে অপূর্ণ থাকা ইচ্ছা পূরণ হবে। এই বিশেষ দিনে দেবতা গনেশকে মোদক দিন।
Sponsored Links by Taboola