Lord Surya: রবিবার সূর্যের আরাধনা, কী কী পালন করলে বদলে যাবে ভাগ্য
ধর্মীয় বিশ্বাস, রবিবার দিন হল পৃথিবীর আত্মা হিসেবে পরিচিত সূর্যের জন্য উৎসর্গকৃত। এই দিন গ্রহদের অধিপতি সূর্ষের আরাধনা করলে মনের সব ইচ্ছা পূরণ হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরবিবার উপোস করে ভগবান সূর্যের আরাধনা করলে মনের সব ইচ্ছাপূরণ হয়। কেটে যায় জীবনের প্রায় সব সমস্যা। (ছবি সৌজন্য- এবিপি নিউজ)
সূর্যের শত ও ২১টি নাম উচ্চারণ করার পর তাঁকে সন্তুষ্ট করার জন্য সহস্রনাম করুন। তারপর জপ করুন তাঁর মন্ত্র।
সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে প্রাতঃকৃত্য সেরে ও মুখ ধুয়ে স্নান করে নিয়ে সূর্যদেবকে পবিত্র নদীর জল দিয়ে তিনবার অর্ঘ্য নিবেদন করুন।
সূর্যের শত ও ২১টি নাম উচ্চারণ করার পর তাঁকে সন্তুষ্ট করার জন্য সহস্রনাম করুন। তারপর জপ করুন তাঁর মন্ত্র।
গ্রহদের অধিপতি সূর্যকে প্রসন্ন করার জন্য পাঠ করুন আদিত্য হৃদয় স্তোত্র। প্রতিদিন এটি করলে খুব তাড়াতাড়ি ফল পাবেন।
বিবার উপোস করলে সূর্যদেব অত্যন্ত খুশি হয়ে তাঁর ভক্তদের আশীর্বাদ করেন বলে বিশ্বাস করা হয়। কেটে যায় চলার পথের সমস্ত বাধা ও জীবন থেকে দূর হয় সমস্যা।
উপোস করে না থাকলে পারলে সাত্ত্বিক খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তেল ও নুন প্রভৃতি খাবার খেতে বারণ করা হয়েছে রবিবার।(ছবি সৌজন্য- এবিপি নিউজ)
সূর্যদেবকে সন্তুষ্ট করার জন্য রবিবার উপোস করার পাশাপাশি ব্রহ্মচর্য পালন করার পরামর্শ দেন জ্যোতিষী ও ধর্মগুরুরা। এতে প্রচুর উপকার পাওয়া যায়। (ছবি সৌজন্য)
চোখকে সুস্থ রাখতে বা চোখের রোগ দূর করতে সূর্যের আরাধনা করার পরামর্শ দেওয়া হয়েছে শাস্ত্র। নিয়ম মেনে এই কাজ করলে খুব সহজেই তা থেকে মুক্তি পাওয়া যাবে।(ছবি সৌজন্য-এবিপি নিউজ)
সূর্যদেবের আশীর্বাদ পাওয়ার জন্য গলায় লাল সুতো দিয়ে তামার মুদ্রা পড়লে অনেক উপকার পাওয়া যায় বলেই বিশ্বাস করা হয়।
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। (ছবি সৌজন্য- এবিপি নিউজ)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -