Holi Celebration: দেশের এই প্রান্তে এক, দুই নয়, ৪০ দিন ধরে দোল উদযাপন করা হয়, এর নেপথ্যে আসল কারণ কী জানেন?

Dol Yatra: ব্রজে ৪০ দিন ধরে হোলি খেলা হয়। এর কারণ ও ঐতিহাসিক গল্প জানা যাক।

Continues below advertisement

৪০ দিন ধরে দেশের এক বিশেষ প্রান্তে চলে রঙের উৎসব

Continues below advertisement
1/9
বসন্ত পঞ্চমীর দিনই ৪০ দিনের দোলযাত্রার শুরু হয় ব্রজে। বিভিন্ন জায়গায় দোলের জন্য বাঁশ পোঁতা হয়।
2/9
এদিন থেকেই ব্রজে দেবতাদের আবির দেওয়া হয়।
3/9
ব্রজে দোলকে একদিনের উৎসব হিসাবে দেখা হয় না, বরং ভগবান শ্রী কৃষ্ণ-র সঙ্গে দৈনিক কথোপকথন হিসাবে এটি গণ্য করা হয়।
4/9
ভক্তদের এমন ধারণা যে শ্রী কৃষ্ণ স্বয়ং এই পুরো সময় ধরে হোলি খেলেন। মন্দিরে ঈশ্বরকে আবির দেওয়া শুরু হয় এবং হোলি রসিয়া নামে পরিচিত ভক্তিগীতি রোজ গাওয়া হয়।
5/9
এই ৪০ দিনের দোলযাত্রা শুরুই হয় বসন্তের আগমনে। প্রকৃতির ধীরে ধীরে বিকাশের সঙ্গে সঙ্গে ব্রজের লোকেরা গান, নাচ, রং এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই ঋতুর আগমনকে উদযাপন করেন।
Continues below advertisement
6/9
এমনটা মনে করা হয় যে শ্রীকৃষ্ণ আসল উৎসবের অনেক আগে থেকেই হোলি খেলা শুরু করেছিলেন। তিনি রাধা এবং তাঁর সখীদের সঙ্গে রং খেলতেন।
7/9
দীর্ঘ সময় ধরে ব্রজের প্রতিটি গ্রাম তাদের নিজ নিজ উপায়ে দোল উদযাপন করে। বারসানা ও নন্দগাঁওয়ে লঠমার হোলি, বৃন্দাবনে ফুলের হোলি এবং গোকুলে ছড়ি মার হোলি পালিত হয়।
8/9
শহুরে হোলির বিপরীতে, ব্রজের হোলি অনেক বেশি ভক্তিপূর্ণবলেই মনে করা হয়।
9/9
মন্দিরের ঐতিহ্য এবং সম্মিলিত আনন্দকে সকলের সঙ্গে ভাগ করে নিয়ে এই দীর্ঘ উৎসবটি সাম্প্রদায়িক সম্পর্ককে আরও মজবুত করে।
Sponsored Links by Taboola