Republic Day Parade: রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাজ্যের তরফে থাকবে নেতাজির ছবি দেওয়া ট্যাবলো
রেড রোডে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ছবি ও তথ্য: অর্ণব মুখোপাধ্যায়।
রাজ্য সরকারের ৪টি ট্যাবলোর প্রথমটি সাজানো হয়েছে সুভাষচন্দ্র বসুর ছবিতে।
ময়দানে কর্মশালায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
এবারে কুচকাওয়াজে রাজ্য সরকারের তরফে থাকছে ৪টি ট্যাবলো।
এই প্রেক্ষাপটে মঙ্গলবার প্রজাতন্ত্র দিবস নেতাজির ছবি দেওয়া ট্যাবলোই রেড রোডের কুচকাওয়াজে নামাচ্ছে রাজ্য সরকার।
‘পরাক্রম দিবস’ বনাম ‘দেশনায়ক দিবস’৷ ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির জন্মদিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে, মুখ্যমন্ত্রী বক্তৃতা দিতে ওঠার সময়, প্রধানমন্ত্রীর সামনেই ‘জয় শ্রীরাম’ স্লোগান। বঙ্গে বিধানসভা ভোটের মুখে নেতাজির জন্মজয়ন্তীতেও পিছু ছাড়েনি রাজনীতি!
‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় পাড়ায় সমাধান’-এর প্রচার করতে মডেলের মাধ্যমে সাজানো হচ্ছে ২টি ট্যাবলো।
এছাড়া আরও ৩টি ট্যাবলো থাকবে রেড রোডে।
রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাজ্যের তরফে থাকবে সুভাষচন্দ্র বসুর ছবি দেওয়া ট্যাবলো।