গঙ্গায় শুরু হল ক্রুজ রাইড, ৯০ মিনিটের ভ্রমণ মাত্র ৩৯ টাকায় !!!
জলপথে ভ্রমণের শুরু ও শেষ মিলিনিয়াম পার্কে। দেখানো হবে ২০ টি ঘাট। সঙ্গে গঙ্গা আরতি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগঙ্গায় ভাসতে ভাসতে গাইডের কাছ থেকে জানা যাবে কলকাতার ইতিহাস।
করোনা-আবহে লঞ্চে থাকবে স্যানিটাইজেশন ও থার্মাল চেকিংয়ের ব্যবস্থা। একসঙ্গে ভ্রমণ করতে পারবেন ১৫০ জন।
উইকএন্ডে বেলা ১২, দুপুর ২, বিকেল ৪ ও সন্ধে ৬টায়। টিকিট মাত্র ৩৯ টাকা।
ক্যাফেটেরিয়া, সেলফি বুথ, ডেমনস্ট্রেশন, রবীন্দ্রসঙ্গীত-- যামিনী রায়ের পেন্টিং দিয়ে সাজানো ড্রেসিংরুম... কী নেই !!!
১ অক্টোবর, বৃহস্পতিবার থেকে শুরু হল গঙ্গাভ্রমণ। সোম থেকে শুক্র বার যাত্রা শুরু বিকেল ৪ ও সন্ধ ৬ টায়।
জলপথে ভ্রমণের এই ব্যবস্থা করেছে ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন। ৯০ মিনিটের যাত্রার টিকিট মিলবে এখানেই।
এই পরিস্থিতিতেই হাতের সামনে হাজির গঙ্গা ক্রুজ রাইড। সুদৃশ্য লঞ্চে চলে চড়ে গঙ্গাপথে ঘুরে আসা কলকাতার ঐতিহাসিক ঘাটগুলি।
করোনা-আবহে জীবন গৃহবন্দি। পাহাড়, সমুদ্র হোক বা মরুভূমি-- হাতছানি দিলেও ঘরের বাইরে যাওয়ার উপায় নেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -