এক দুজে কে লিয়ে: শেষ দিন পর্যন্ত যেন এই প্রেম নট আউট থাকে, বিবাহবার্ষিকীতে রীতিকাকে লিখলেন রোহিত
ফিটনেস টেস্টে পাশ করে গিয়েছেন রোহিত। কাল, সোমবারই তাঁর অস্ট্রেলিয়া রওনা হওয়ার কথা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরোহিতের খেলা নিয়ে বিতর্ক তৈরি হয়। বোর্ড প্রথমে অস্ট্রেলিয়া সফরের দলে তাঁকে রাখেনি। তবে আইপিএলের শেষ পর্ব খেলে ফেলার পর রোহিতকে টেস্টের দলে অন্তর্ভুক্ত করা হয়। যদিও আইপিএল খেলে রোহিত দেশে ফিরে আসেন। তিনি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করেন।
রোহিতের নেতৃত্বেই ত্রয়োদশ আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। যদিও টুর্নামেন্টের মাঝপথে তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। ৪টি ম্যাচ খেলতে পারেননি। পরে মাঠে ফেরেন। চ্যাম্পিয়ন হয় তাঁর দল।
রীতিকাও সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন রোহিতকে। লিখেছেন, ‘হ্যাপি ফাইভ মাই লাভ। সারা জীবন তোমাকে পাশে পেতে চাই।’
সোশ্যাল মিডিয়ায় মুম্বইয়ের বিস্ফোরক ব্যাটসম্যান লিখলেন, ‘দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেল। জীবনের শেষ দিন পর্যন্ত যেন এই প্রেম নট আউট থাকে।’
রোহিত শর্মা ও রীতিকার পঞ্চম বিবাহবার্ষিকী রবিবার। স্ত্রীর উদ্দেশে আবেগঘন বার্তা দিলেন রোহিত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -