সুন্দরবনে খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গল, ফিট সার্টিফিকেট মিললেই যাবে দূরের জঙ্গলে...
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Oct 2020 03:19 PM (IST)
1
অবশেষে সুন্দরবনে খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গল। কুলতলি থানার বৈকুণ্ঠপুর গ্রামে ঢুকে পড়া বাঘটিকে আজমলমাড়ির জঙ্গলের চর থেকে খাঁচাবন্দি করেন বন দফতরের কর্মীরা।
2
বন দফতরের আশঙ্কা, জঙ্গলে নাইলনের বেড়াজাল কোনওভাবে ছিঁড়ে যাওয়ায় বাঘটি বাইরে বেরিয়ে এসেছে। গ্রামে নদীর চরে ম্যানগ্রোভের ঝোপ বাড়ায়, ভুল করে সেটি লোকালয়ে ঢুকে পড়ে।
3
রাতেই খাঁচাবন্দি হয় রয়্যাল বেঙ্গল। বাঘটির বয়স আনুমানিক ৫-৬ বছর। উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ঝড়খালি রেসকিউ সেন্টারে। সেখানে ফিট সার্টিফিকেট মিললে, ছেড়ে দেওয়া হবে দূরের জঙ্গলে।
4
সোমবার গ্রামে হানা দেয় রয়্যাল বেঙ্গল। মঙ্গলবার ভোরে নিজেই ফিরে যায় আজমলমাড়ির জঙ্গলে। তারপর থেকেই নজরদারি চালাচ্ছিল বন দফতরের বিশেষ দল। বন দফতর সূত্রে খবর, বারবার বাঘটি জঙ্গল থেকে বেরোনোর চেষ্টা করায়, বিপদের আশঙ্কায় খাঁচা পাতা হয়।