প্রেমে পড়ার পর প্রথম বড়দিনে প্রমিতার প্রিয় জিনিসটাই আনতে ভুলে গিয়েছিলেন রুদ্রজিৎ!
ফটোশ্যুটের ছবি সৌজন্যে - শিলাদিত্য দত্ত। ভিডিওগ্রাফি - বিপ্রদীপ চক্রবর্তী। লুক - জয় রায়, কেশসজ্জা - জিনি হালদার। স্টারক্রাফট স্টুডিও অ্যান্ড প্রোডাকশান
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভালোবাসার দিনে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। ২০২১ পড়তে না পড়তেই আইবুড়ো নাম খন্ডাবেন প্রমিতা চক্রবর্তী ও রুদ্রজিৎ মুখোপাধ্যায়। বছরের শেষে বিশেষ পরিকল্পনাও রয়েছে হবু বর-কনের।এনগেজমেন্ট নিয়ে রয়েছে কী কী পরিকল্পনা? এবিপি আনন্দকে জানালেন প্রমিতা
বিয়ের পরে রুদ্রজিতের কী কী দায়িত্ব থাকছে? প্রমিতা বলছে, 'আমি চাই ও যেমন সরল, নরম একটা মানুষ, তেমনই থাকুক, যেন বদলে না যায়।' আপাতত রুদ্রজিৎ-এৎ ঘরণী হবার অপেক্ষাতেই দিন গুনছেন প্রমিতা। জোর কদমে চলছে অনুষ্ঠানের প্রস্তুতিও
তাহলে কী কী পরিকল্পনা রয়েছে প্রমিতাদের? অভিনেত্রী বলছেন, 'আমার খুব পছন্দ ক্রিসমাসের কেক। প্রত্যেক বছর বড়দিনে এই কেকটা আমার চাইই। প্রতিবারই আমরা ওই দিনটায় ডিনার করতে যাই। রুদ্রজিৎ সব ব্যবস্থা করে। প্রথমবার রুদ্র কেক আনেনি। আমি বলেছিলাম, এখানে সব আছে কিন্তু আমার প্রিয় একটা জিনিসই নেই। তারপর থেকে আর বলতে হয়নি ওকে। এবারের জন্যেও নিশ্চয়ই ব্যবস্থা করেছে। উড বির পছন্দ ভুলে গেলে খুব খারাপ।' বলেই হেসে ফেললেন প্রমিতা।
এবার প্রমিতা-রুদ্রজিৎ-এর বড়দিন কাটবে করোনাবিধি মেনে। প্রমিতা বলছেন, 'জানিনা এবার বাইরে কোথাও খেতে যাওয়া হবে কিনা। করোনার জন্য সবই তো বন্ধ। তেমন হলে বাড়িতেই কাটাব, তবে রুদ্রজিৎ-এর সঙ্গেই।' আপাতত নতুন ফ্ল্যাট সাজানোয় ব্যস্ত ২ তারকা। ১৪ ফেব্রুয়ারি এনগেজমেন্টের পর ওখানেই একসঙ্গে থাকবেন তাঁরা।
সদ্য প্রি-এনগেজমেন্ট ফটোশ্যুট করেছেন তাঁরা। করেছেন ভিডিও শ্যুটিও। প্রমিতার কথায়, 'এই বছরের শেষটা খুব অন্যরকম আমাদের জন্য। পরের বছর থেকেই তো আমরা বিবাহিত। তার আগে বড়দিন আর বছরের শেষ দিনটা বিশেষভাবে কাটাতে চাই।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -