Sakshi Dhoni on Instagram: ২০০৮-এ প্রেমের শুরু, তারপর থেকে এখনও চলছে, ধোনি-সাক্ষীর ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Jan 2021 06:07 PM (IST)
1
রবিবার ধোনির সঙ্গে নিজের পুরনো দুটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন সাক্ষী। লিখলেন, '২০০৮ সালে শুরু.... আর তারপরের বছরগুলো। ফিরে দেখা।' সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে গেল।
2
২০০৮ সালে প্রেমপর্বের শুরু। বিয়ে ২০১০ সালে। দেখতে দেখতে বিবাহিত জীবনের এক দশক পার করে ফেলেছেন মহেন্দ্র সিংহ ধোনি ও সাক্ষী।
3
আপাতত কোনও ক্রিকেট খেলছেন না ধোনি। রয়েছেন ছুটির মেজাজে। আগামী আইপিএলে তিনি খেলবেন বলেই অবশ্য ঘনিষ্ঠমহলে জানিয়ে রেখেছেন। সব ছবি সাক্ষীর ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
4
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি। ক্রিকেট মাঠে তাঁকে শেষ দেখা গিয়েছে ত্রয়োদশ আইপিএলে। যদিও তাঁর অধিনায়কত্বে চেন্নাই সুপার কিংসের ফল হতাশাজনক হয়।
5
ধোনি-সাক্ষীর একমাত্র কন্যাসন্তান জীভা। সেলিব্রিটি বাবার মেয়ে হওয়ার সুবাদে ছোট থেকেই প্রচারের আলোয় জীভা।