Salman Khan Galaxy Apartment Photos: ৪ দশক ধরে গ্যালাক্সিতে বাস ঘরকুনো সলমনের
মাঝেমধ্যেই বন্ধুদের সঙ্গে সেখানে সময় কাটাতে যান।
বলিউডের সুলতান অর্থাৎ সলমান খান সর্বাধিক উপার্জনকারী তারকা। এখনও মা-বাবার সঙ্গে মুম্বইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকেন। তিনি গত ৪০ বছর ধরে এখানে থাকেন।
মুম্বইয়ের বান্দ্রা ওয়েস্টে অবস্থিত গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট। বলিউড তারকারা বড় বাংলোয় থাকেন। সেখানে সলমান নিজের ছোট্ট বাড়ি পছন্দ করেন।
সলমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট বাইরে থেকে ছোট দেখায়। তবে ভেতর থেকে বিলাসবহুল।
অ্যাপার্টমেন্টের দোতলায় থাকেন সলমানের বাবা-মা। একতলায় থাকেন সলমন নিজে। একতলায় আছে একটা ঘর এবং একটা রান্নাঘর।
ছোটবেলা থেকে এই বাড়িতেই আছেন সলমন খান। আরবাজ খান, সোহেল খান সহ ভাইবোনদের সঙ্গে এখানেই কেটেছে ছেলেবেলা।
বাড়ি নিয়ে মায়া জড়িয়ে আছে সলমনের। কখনই বাড়ি ছেড়ে যেতে চান না তিনি।
মাঝেমধ্যেই অ্যাপার্টমেন্টের বারান্দায় এসে অনুরাগীদের দেখা দেন ভাইজান। বিশেষত ইদ, দীপাবলি নিজের জন্মদিনে বারান্দায় এসে অনুরাগীদের সঙ্গে দেখা করেন।
প্যানভেলে ১৫০ একর জমির উপর ফার্ম হাউসও আছে সলমনের। সেখানে ৩টি বাংলো ছাড়াও আছে সুইমিং ব্রিজ, পোষ্য রাখার জায়গা।
গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেই জিম আছে সলমনের। সেখানেই শরীরচর্চা করেন তিনি।