নতুন ছবিতে ভাইজানের বিপরীতে প্রজ্ঞা জয়সওয়াল, কে তিনি?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Jan 2021 09:15 AM (IST)
1
২০১৪ সালে ভিরাত্তু তথা দেগা ছবির হাত ধরে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন অভিনেত্রী প্রজ্ঞা জয়সওয়াল। তাঁর সঙ্গে এই ছবিতে ছিলেন এরিকা ফার্নান্ডেস।
2
সোশাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ প্রজ্ঞা। মির্চি লান্তি কুরাদু, জয়া জানকী নায়াকা ছবিত অভিনয় করেন তিনি।
3
ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার প্রায় ১৭ লক্ষ। সোশাল মিডিয়ায় ছবি, ভিডিও আপলোড করে থাকেন অভিনেত্রী।
4
২০১৪ সালের ২১ নভেম্বর টিটো এমবিএ ছবির হাত ধরে বলিউডে প্রবেশ করেন প্রজ্ঞা। ছবির পরিচালক ছিলেন অমিত ভাট।
5
নন্দমুরী বালাকৃষ্ণানের আগামী ছবিতে অভিনয় করবেন প্রজ্ঞা।
6
অন্তীম: দ্য ফাইনাল ট্রুথ ছবিতে এবার সলমন খানের বিপরীতে দেখা যাবে প্রজ্ঞা জয়সওয়াল। শিখ পুলিশের ভূমিকায় দেখা যাবে সলমনকে। একাধিক দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন প্রজ্ঞা। দেখে নিন অভিনেত্রীর ছবি।