Aditya L1 in Pics : উৎক্ষেপনের পর কীভাবে এগোচ্ছে আদিত্য L1? সূর্য-সম্পর্কে কী কী খোঁজ আনবে?

Aditya-L1 Updates : ইসরোর তরফে জানান হয়েছে, উৎক্ষেপণের পর এখনও পর্যন্ত সব ধাপই সফলভাবে পেরিয়েছে আদিত্য।

কীভাবে এগোচ্ছে আদিত্য L1?

1/9
চন্দ্রযানের (Chandrayaan) পর শনিবার ফের সাফল্য দেখল ইসরো (ISRO)। শ্রীহরিকোটা থেকে সফলভাবে সূর্যের উদ্দেশে পাড়ি দিল আদিত্য এল ওয়ান (Aditya-L1)।
2/9
সকাল ১১ট ৫০ মিনিটে পৃথিবীর বায়ুমণ্ডল ছেড়ে সূর্য সফরে (Sun Mission) পাড়ি দিয়েছে আদিত্য। এটিই ভারতের প্রথম সৌর অভিযান।
3/9
ইসরোর তরফে জানান হয়েছে, উৎক্ষেপণের পর এখনও পর্যন্ত সব ধাপই সফলভাবে পেরিয়েছে আদিত্য। শেষ আপডেট অনুযায়ী, আদিত্য এল-ওয়ান শক্তি উৎপাদনের কাজটিও ঠিকমতো শুরু করে দিয়েছে।
4/9
সোলার প্যানেলগুলিও সঠিকভাবে কাজ শুরু করে দিয়েছে। সোলার প্যানেলের মাধ্যমেই শক্তি সঞ্চয় করে নিজের কাজ চালাবে আদিত্য।
5/9
Halo Orbit-এ পৃথিবী-সূর্যের মধ্যে Lagrange point 1-এ থাকবে Aditya L-1 মহাকাশযান। সেখান থেকেই চলবে সূর্যের উপর নজরদারি।
6/9
আদিত্য এল ওয়ান সূর্যের দিকে পাড়ি দেবে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছবে ৪ মাস পরে।
7/9
সূর্য ও পৃথিবীর মাঝে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট L1 -এ অবস্থান করবে আদিত্য। L1 ল্যাগরেঞ্জ পয়েন্ট হল মহাকাশের এমন একটি জায়গা, যেখানে সূর্য এবং পৃথিবীর মতো দুটি বিশাল ভরযুক্ত জিনিসের মাধ্যাকর্ষীয় টানের মধ্যে ভারসাম্য থাকে।
8/9
মোট সাতটি পে-লোড রয়েছেAditya L-1-এ। এর মধ্যে চারটি সূর্যের থেকে তথ্য সংগ্রহ করবে। মূলত ক্রোমোস্ফিয়ার ও কোরোনা নিয়ে গবেষণা করবে। বাকি তিনটি আরও অন্যান্য কাজে লাগানো হবে।
9/9
বিজ্ঞানীদের দাবি, অভিযান সফল হলে সৌরঝড়ের পূর্বাভাস দেওয়া সম্ভব হবে। পাশাপাশি বোঝা যাবে সূর্যের আবহাওয়া পরিবর্তনের প্রভাব।
Sponsored Links by Taboola