Aditya L1 in Pics : উৎক্ষেপনের পর কীভাবে এগোচ্ছে আদিত্য L1? সূর্য-সম্পর্কে কী কী খোঁজ আনবে?
চন্দ্রযানের (Chandrayaan) পর শনিবার ফের সাফল্য দেখল ইসরো (ISRO)। শ্রীহরিকোটা থেকে সফলভাবে সূর্যের উদ্দেশে পাড়ি দিল আদিত্য এল ওয়ান (Aditya-L1)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসকাল ১১ট ৫০ মিনিটে পৃথিবীর বায়ুমণ্ডল ছেড়ে সূর্য সফরে (Sun Mission) পাড়ি দিয়েছে আদিত্য। এটিই ভারতের প্রথম সৌর অভিযান।
ইসরোর তরফে জানান হয়েছে, উৎক্ষেপণের পর এখনও পর্যন্ত সব ধাপই সফলভাবে পেরিয়েছে আদিত্য। শেষ আপডেট অনুযায়ী, আদিত্য এল-ওয়ান শক্তি উৎপাদনের কাজটিও ঠিকমতো শুরু করে দিয়েছে।
সোলার প্যানেলগুলিও সঠিকভাবে কাজ শুরু করে দিয়েছে। সোলার প্যানেলের মাধ্যমেই শক্তি সঞ্চয় করে নিজের কাজ চালাবে আদিত্য।
Halo Orbit-এ পৃথিবী-সূর্যের মধ্যে Lagrange point 1-এ থাকবে Aditya L-1 মহাকাশযান। সেখান থেকেই চলবে সূর্যের উপর নজরদারি।
আদিত্য এল ওয়ান সূর্যের দিকে পাড়ি দেবে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছবে ৪ মাস পরে।
সূর্য ও পৃথিবীর মাঝে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট L1 -এ অবস্থান করবে আদিত্য। L1 ল্যাগরেঞ্জ পয়েন্ট হল মহাকাশের এমন একটি জায়গা, যেখানে সূর্য এবং পৃথিবীর মতো দুটি বিশাল ভরযুক্ত জিনিসের মাধ্যাকর্ষীয় টানের মধ্যে ভারসাম্য থাকে।
মোট সাতটি পে-লোড রয়েছেAditya L-1-এ। এর মধ্যে চারটি সূর্যের থেকে তথ্য সংগ্রহ করবে। মূলত ক্রোমোস্ফিয়ার ও কোরোনা নিয়ে গবেষণা করবে। বাকি তিনটি আরও অন্যান্য কাজে লাগানো হবে।
বিজ্ঞানীদের দাবি, অভিযান সফল হলে সৌরঝড়ের পূর্বাভাস দেওয়া সম্ভব হবে। পাশাপাশি বোঝা যাবে সূর্যের আবহাওয়া পরিবর্তনের প্রভাব।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -