Delphi-2M: ভবিষ্যতে ক্যান্সার হবে কি? বোঝা যাবে ২০ বছর আগেই, নতুন AI Tool আবিষ্কার করলেন বিজ্ঞানীরা
Cancer Predicting AI Tool: স্বাস্থ্য পরিষেবায় অন্তর্ভুক্ত করার দাবি নতুন AI Tool-কে। যদিও সন্দিহান অনেকেই। ছবি: ফ্রিপিক।
Continues below advertisement
ছবি: ফ্রিপিক।
Continues below advertisement
1/10
ক্যান্সার নিয়ে আগের চেয়ে সচেতনতা বাড়লেও, ঝুঁকি কিন্তু বেড়েই চলেছে দিন দিন। সময় থাকতে ধরা পড়লে, যাও বা লড়াইয়ের সময়টুকু পাওয়া যায়, দেরিতে ধার পড়লে কিছুই করার থাকে না।
2/10
মারণ রোগের বিরুদ্ধে লড়াইয়ে এবার নতুন প্রযুক্তি আবিষ্কার করলেন বিজ্ঞানীরা। Artificial Intelligence-কে কাজে লাগিয়ে এমন Tool আবিষ্কার করেছেন তাঁরা, যার সাহায্য়ে ক্যান্সারের সম্ভাবনা থাকলে অন্তত ২০ বছর আগে তা জানা সম্ভব হবে।
3/10
ইউরোপিয়ান মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি, জার্মান ক্যান্সার রিসার্চ সেন্টার এবং ইউনিভার্সিটি অফ কোপেনহাগেন বিজ্ঞানীরা এই যুগান্তকারী আবিষ্কার করে সাড়া ফেলে দিয়েছেন। তাঁদের আবিষ্কৃত Tool-এর মাধ্যমে রোগ শরীরে বাসা বাঁধার আগেই সতর্ক হওয়া যাবে বলে জানা গিয়েছে।
4/10
ক্যান্সারের ভবিষ্যদ্বাণী করতে সক্ষম নতুন AI Tool-এর নাম রাখা হয়েছে Delphi-2M. রোগীর স্বাস্থ্যের রেকর্ড, জীবনযাপনের নিরিখে সময়ের ঢের আগেই ভবিষ্যদ্বাণী সম্ভব বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
5/10
UK Biobank-এর ৪ লক্ষ এবং Danish National Registry থেকে ১৯ লক্ষ মানুষের মেডিক্যাল রেকর্ডের সাহায্য়ে AI Tool-টি তৈরি করা গিয়েছে। পরীক্ষায় সফল ভাবে উতরেও গিয়েছে সেটি।
Continues below advertisement
6/10
Nature জার্নালে যে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে, তার গবেষক টমাস ফিৎজেরাল্ড জানিয়েছেন, রোগভোগের কিছু নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে। আমাদের AI Tool সেই প্যাটার্ন অনুসরণ করে শিক্ষা নেয়। ফলে ভবিষ্যতে কী ঘটতে চলেছে, আগেভাগে তার ভবিষ্যদ্বাণী করতে পারে।
7/10
ইউরোপিয়ান মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরির চিফ এগজিকিউটিভ, অধ্যাপক ইওয়ান বার্নি জানিয়েছেন, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার অন্তর্ভুক্ত করা যেতে পারে তাঁদের AI Tool-টিকে। ফলে রোগীর কী কী ঝুঁকি রয়েছে, তা আগেই বলে দিতে পারবেন চিকিৎসকরা, সেই মতো সাবধানতা অবলম্বন করা যাবে।
8/10
অধ্যাপক বার্নি বলেন, “আগে থেকে বোঝা গেলে ওজন কমানো, ধূমপান বন্ধ করতে বলা যেতে পারে। কিছু রোগের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু উপদেশও থাকবে। এমনই ভবিষ্যৎ তৈরি দেখতে চাই আমরা।”
9/10
জানা গিয়েছে, শুধু ক্যান্সারই নয়, ১০০০-এর বেশি গুরুতর রোগের ভবিষ্যদ্বাণী করতে সক্ষম Delphi-2M, যার মধ্যে রয়েছে টাইপ টু ডায়বিটিস, হার্ট অ্যটাকও। তবে Angilla Ruskin University-র অধ্যাপক জাস্টিন স্টেবিংয়ের মতে, প্রশিক্ষণ এবং তথ্যের উপর নির্ভরশীল AI Tool-টি। যা শিখেছে, তাই দেখাবে। ব্যতিক্রমী জিনিস শনাক্ত করার ক্ষমতা নেই। তাই এখনই সেটিকে স্বাস্থ্য পরিষেবার অন্তর্ভুক্ত করার বিরোধী তিনি। এ নিয়ে আরও গবেষণার প্রয়োজন বলে মত তাঁর।
10/10
সমীক্ষা বলছে, ২০৪০ সাল নাগাদ ক্যান্সার আক্রান্তের সংখ্যা নতুন রেকর্ড গড়বে। প্রতি দুই মিনিটে একজন আক্রান্তের খোঁজ মিলবে। মূলত স্তন ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার এবং ফুসফুসের ক্যান্সারে বাড়বাড়ন্ত দেখা দিতে পারে বলে জানা গিয়েছে। শিশু এবং অল্পবয়সিদের মধ্যেও ক্যান্সার বাড়তে পারে বলে আশঙ্কা। ফলে আগে ভাগে ঝুঁকির কথা জানা যায়, এমন প্রযুক্তির প্রয়োজনীয়তাও অনুভূত হচ্ছে বেশ।
Published at : 20 Sep 2025 03:25 PM (IST)