Science Behind Colours: চারপাশ রঙিন লাগে চোখে, কিন্তু সাদা-কালো-গোলাপি কি আদৌ রং? বিজ্ঞান যা বলে...

Black and White: রং বলে ধরি আমরা, কিন্তু বিজ্ঞান মানে না। সাদা-কালো এমনকি গোলাপি রংয়ের গোত্রে পড়ে না বলে মত বিজ্ঞানের।

ছবি: ফ্রিপিক।

1/12
লাল-নীল-সবুজ বা সাদা-কালোয় থেমে নেই জীবন। ধূসরের মর্ম বুঝতে শিখেছি আমরা। পাশাপাশি নিত্য-নতুন রং চিনতেও শিখেছি।
2/12
কিন্তু ছোট থেকে যেন শুধু চোখের দেখাকে সত্য বলে মেনে নেওয়া ঠিক নয় বলে শুনে আসছি আমরা, রংয়ের ক্ষেত্রেও একথা প্রযোজ্য। এমনকি সাদা এবং কালোকে আদৌ রং বলা উচিত কিনা, সেই নিয়ে রয়েছে বিতর্কও।
3/12
রংয়ের যে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা পাওয়া যায়, তা হল, দৃশ্যমান আলোর পরিসরই মানুষের চোখে রং হয়ে ধরা দেয়।
4/12
লাল, কমলা এবং অবলোহিত আলোর মতো অদৃশ্য বর্ণালী তড়িৎচুম্বকীয় ঢেউয়ের আকারে ভেসে বেড়ায়।
5/12
সেই তরঙ্গদৈর্ঘ্য ৩৮০ থেকে ৭৫০ ন্যানোমিটার পর্যন্ত হলে, তবেই মানুষের চোখে ধরা পড়ে। যেমন, ৩৮০ ন্যানমিটারের তরঙ্গদৈর্ঘ্যের বর্ণালীকে বেগুলি রং বলে ধরি আমরা।
6/12
এর পর ৪৫০ ন্যানোমিটার পর্যন্ত তরঙ্গদৈর্ঘ্য যক বাড়তে থাকে, নীল, সবুজ, হলুদ রং হয়ে চোখে ধরা দেয় আমাদের।
7/12
তরঙ্গদৈর্ঘ্য ৫৯০ থেকে ৭৫০ ন্যানোমিটার পর্যন্ত যত উঠতে থাকে, কমলা এবং লাল রং হিসেবে আমাদের চোখে ধরা পড়ে।
8/12
ধরুন কেউ লাল রংয়ের জামা পরে রয়েছে। সেক্ষেত্রে ওই শার্ট ৫৯০ তরঙ্গদৈর্ঘ্য শুষে নিচ্ছে বলে ধরে নিতে হবে। যখন ওই শার্ট থেকে যখন ৫৯০ থেকে ৭৫০ ন্যানোমিটার পর্যন্ত তরঙ্গদৈর্ঘ্য প্রতিফলিত হবে, তখনই শার্টের রং লাল বলে আমাদের চোখে ধরা পড়ে।
9/12
কিন্তু সাদা এবং কালো রং দু’টির ক্ষেত্রে এই তত্ত্ব খাটে না। এমনকি গোলাপিও দৃশ্যমান বর্ণালীর গোত্রে পড়ে না। তাই বলে কি সাদা, কালো এবং গোলাপি রং নয়?
10/12
এক্ষেত্রে রংয়ের কী ব্যাখ্যা আপনার কাছে রয়েছে, তার উপরই সব কিছু নির্ভর করছে। পদার্থবিজ্ঞানে দৃশ্যমান বর্ণালীর তরঙ্গদৈর্ঘ্যের যে ব্যাখ্যা রয়েছে, সেই নিরিখে কালো এবং সাদাকে রং বলে গন্য করা যায় না। তরঙ্গদৈর্ঘ্যের মিশ্রণ থেকে আমরা গোলাপি রং দেখতে পাই। কিন্তু আসলে গোলাপি রংয়ের কোনও তরঙ্গদৈর্ঘ্যেই হয় না।
11/12
যখন কোনও বস্তু থেকে সমস্ত বর্ণালীর তরঙ্গদৈর্ঘ্য প্রতিফলিত হয়, তা সাদা হয়ে ধরা দেয় আমাদের চোখে। লাল এবং বেগুনি তরঙ্গদৈর্ঘ্যের মিশ্রণ গোলাপি হিসেবে বিবেচিত হয়। কোনও জায়গা থেকে খুব কম পরিমাণ আলো প্রতিফলিত হলে, তখন কালো রং দেখতে পাই আমরা। যে কারণে আলো নেভানো অবস্থায় ঘরে ঢুকলে চারপাশ অন্ধকার এবং কালো দেখায়।
12/12
কিন্তু মানুষের চোখে আলো এবং অন্ধকার যে ভাবে ধরা দেয়, সেই নিরিখে ধরলে কালো, সাদা এবং গোলাপি রংই।
Sponsored Links by Taboola