Vampire Stars: খাদ্য-খাদক সমীকরণ মহাশূন্যেও, লক্ষ লক্ষ ‘ভ্যাম্পায়ার’ নক্ষত্র রয়েছে যেমন, পাওয়া গেল সহকারী নক্ষত্রও

Science News: মহাশূন্যে রক্তচোষা নক্ষত্র, রয়েছে তার সহযোগীও! বলছে নয়া গবেষণা।

Continues below advertisement
Science News: মহাশূন্যে রক্তচোষা নক্ষত্র, রয়েছে তার সহযোগীও! বলছে নয়া গবেষণা।

ছবি: নাসা।

Continues below advertisement
1/10
বিশ্বাসযোগ্যতা নিয়ে ধন্দ থাকলেও, ভ্যাম্পায়ারদের গল্প শুনে গায়ে কাঁটা দেয়নি, এমন লোকের সংখ্যা হাতেগোনা। তবে শুধু কল্পকথাতেই নয়, মহাশূন্যেও এমন ভ্যাম্পায়ার নক্ষত্র রয়েছে।
বিশ্বাসযোগ্যতা নিয়ে ধন্দ থাকলেও, ভ্যাম্পায়ারদের গল্প শুনে গায়ে কাঁটা দেয়নি, এমন লোকের সংখ্যা হাতেগোনা। তবে শুধু কল্পকথাতেই নয়, মহাশূন্যেও এমন ভ্যাম্পায়ার নক্ষত্র রয়েছে।
2/10
এক্ষেত্রে পরস্পরের সঙ্গে সংযুক্ত, খাদ্য-খাদকের সম্পর্কে লিপ্ত দুই নক্ষত্রকে বোঝানো হয়, যেখানে বেঁচে থাকতে এক নক্ষত্র অন্যের উপর নির্ভরশীল।
3/10
এক্ষেত্রে খাদ্য-খাদকের সম্পর্কে লিপ্ত নক্ষত্র আসলে কী বোঝা দরকার। পৃথিবী এবং অন্য গ্রহগুলিকে মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে নিজের দিকে টেনে রেখেছে সূর্য। এক্ষেত্রে সূর্য যেহেতু ঢের বেশি শক্তিশালী, গ্রহগুলি তাকে প্রদক্ষিণ করে চলেছে।
4/10
একই ভাবে সূর্যের সংস্পর্শে যদি কোনও সমান বা কিছুটা কম ভরযুক্ত অন্য একটি নক্ষত্র এসে পড়ত, সেক্ষেত্রে দুইয়ের মধ্যে সংঘর্ষ বাধত বলে ভাবা ঠিক নয়। এক্ষেত্রে দুই নক্ষত্রের মাধ্যাকর্ষণ শক্তিই পরস্পরকে পরস্পরের থেকে দূরে রাখত। সমান্তরাল ভাবে পরস্পরকে প্রদক্ষিণ করত তারা।
5/10
এক্ষেত্রে যে নক্ষত্র বেশি শক্তিশালী, যার ভর অনেক বেশি, সে হয়ে উঠত খাদক এবং তুলনামূলক কম শক্তিশালী নক্ষত্রটি হয়ে উঠত খাদ্য। কম শক্তিশালী নক্ষত্র থেকে গ্যাস শুষে নিয়ে নিজের শক্তিবৃদ্ধি করত অন্য বৃহদাকার নক্ষত্রটি। মহাশূন্যে এমন খাদ্য-খাদকের সম্পর্কযুক্ত নক্ষত্রের সংখ্যা কম নয়। বৃহদাকার নক্ষত্রটিকে এক্ষেত্রে বলা হয় ভ্যাম্পায়ার নক্ষত্র।
Continues below advertisement
6/10
ইউরোপিয়ান স্পেস এজেন্সির Gaia মহাকাশযান থেকে যে তথ্য পাওয়া গিয়েছে, তা হল, পৃথিবী থেকে ৩০০০ আলোকবর্ষ দূরত্বের মধ্যেই কমপক্ষে ১৩ লক্ষ এমন দ্বৈত নক্ষত্রমণ্ডল রয়েছে।
7/10
আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র কেপলার মহাকাশযান সম্প্রতি এমন দ্বৈত নক্ষত্রের হদিশ পায়। একটি সাদা রংয়ের বামন নক্ষত্র এবং তার চেয়ে আয়তনে প্রায় ১০ ভাগ ছোট একটি বাদামি রংয়ের বামন নক্ষত্রের দেখা মেলে।
8/10
জানা যায়, সাদা রংয়ের বামন নক্ষত্রটি একসময় সূর্যের মতোই শক্তিশালী ছিল। বার্ধক্যে এসে শক্তি হারায় সেটি। বাদামি রংয়ের নক্ষত্রটি থেকে গ্যাস এবং পার্থিব বস্তু শুষে বেঁচে রয়েছে।
9/10
তবে শুধুমাত্র দুই নক্ষত্রের মধ্যেই খাদ্য-খাদকের সম্পর্ক থাকে না, অনেক ক্ষেত্রে তৃতীয় একটি নক্ষত্র অনুঘটকের কাজ করে বলে সম্প্রতি গবেষণায় উঠে এসেছে। রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি জার্নালে প্রকাশিত নতুন একটি গবেষণায় দেখা গিয়েছে, সমান্তরাল ভাবে, পরস্পরের সঙ্গে সংযুক্ত তিনটি নক্ষত্রের হদিশও মিলেছে। এক্ষেত্রে বৃহদাকার নক্ষত্রটির পেট ভরাতে, দ্বিতীয় নক্ষত্রটিকে তার দিকে ঠেলে দেয় তৃতীয়টি।
10/10
সাধারণত এমন ত্রয়ী নক্ষত্র চোখে পড়ে না, তবে ব্রহ্মাণ্ডের ইতিউতি খুঁজলে এমন অনেক উদাহরণ পাওয়া যাবে বলে মত গবেষকদের।
Sponsored Links by Taboola