Chandrayaan-3: চাঁদের আরও কাছে চন্দ্রযান, ইঞ্জিনের গতি বাড়ালো ইসরো
প্রায় ১৫ দিন ধরে পৃথিবীর কক্ষপথে ঘুরে এবার চাঁদের রাস্তায় নামানোর জন্য প্রস্তুত হচ্ছে চন্দ্রযান-৩। মহাকাশযানটি আজ রাতে গুরুত্বপূর্ণ ট্রান্স লুনার ইনজেকশনের মধ্যে যাবে বলে জানান হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১ অগাস্ট সকাল ১২টা থেকে ১টার মধ্যে চাঁদের কক্ষপথ ধরতে পারে চন্দ্রযান, এমনটাই জানিয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)।
এই সময়ের জন্য মহাকাশযানের প্রোপালশন মডিউলের ইঞ্জিনগুলির বেগ বৃদ্ধি করল ইসরো। এই কাজটি করা হয়েছে, TLI-এর মাধ্যমে।
এই TLI- Trans lunar injection হল এমন একটি কৌশল যা ট্রাজেক্টোরিতে সেট করতে ব্যবহৃত হয়। এই কাজে একটি রাসায়নিক রকেট ইঞ্জিন এই বেগ বৃদ্ধির কাজ করেন।
এর মাধ্যমে পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের কক্ষপথ ধরার চেষ্টা করবে। তাই এই ট্রান্স লুনার ইঞ্জেকশন চন্দ্রযান অভিযানের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
যদিও লুনার অরবিট ইনসার্শন করার প্রসেসটি যথেষ্ট জটিল। সেই সব কাটিয়ে যাতে সুষ্ঠ ভাবে চন্দ্রপৃষ্ঠে ল্যান্ড করতে পারে চন্দ্রযান-৩ সেই যান্ত্রিক ব্যবস্থা রেখেছে ইসরো।
সোমবার মধ্যরাতে ট্রান্সলুনার ইঞ্জেকজন প্রক্রিয়া সম্পন্ন করবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। মহাকাশযানটিকে ঠেলে চাঁদের কক্ষপথের দিকে পাঠানোর জন্য এই প্রক্রিয়াটি চলবে মোটামুটি ২৮ থেকে ৩১ মিনিট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -