Map of Moon: চাঁদের মানচিত্র প্রকাশ করে সাড়া ফেলল চিন, তথ্য জুগিয়ে সাহায্য করল ভারতের চন্দ্রযান-১
পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত। তাই মহাকাশ অভিযানে বরাবর গুরুত্ব পেয়ে এসেছে চাঁদ। কিন্তু চাঁদের বুকে মানুষ থেকে একাধিক মহাকাশযান অবতরণ করানো হলেও, উপগ্রহের অনেক দিকই এখনও অজানা রয়েছে। ছবি: পিক্সাবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু এবার কার্যত অসাধ্য সাধন করে দেখা চিন। উচ্চ রেজলিউশন সম্পন্ন চাঁদের ভৌগলিক মানচিত্র প্রকাশ করল তারা। প্রায় একদশক ধরে চেষ্টাচরিত্র চালিয়ে এই কাজ সম্পূর্ণ করা গিয়েছে। ছবি: Chinese Academy of Sciences.
চাঁদের স্পষ্ট ও রঙিন ওই মানচিত্রটি প্রকাশ করেছে Chinese Academy of Sciences (CAS). ১০০-র বেশি গবেষক মিলে এক দশকেরও বেশি সময় ধরে The Geologic Atlas of the Lunar Globe শীর্ষক ওই মানচিত্র তৈরি করেছেন। ছবি: Chinese Academy of Sciences.
চাঁদের ভৌগলিক মানচিত্রে ১২ হাজার ৩৪১টি গহ্বর, ৮১টি উপত্য়কা এবং ১৭ ধরনের পাথরের হদিশ মিলেছে। পাশাপাশি, চাঁদের মাটি নিয়েও বিশদ তথ্য উঠে এসেছে। ছবি: Chinese Academy of Sciences.
বেজিংয়ে CAS-এর ভূ-পদার্থবিদ রস মিচেল জানিয়েছেন, ভূবিজ্ঞান সম্পর্কে যাবতীয় প্রশ্নের সূচনা ভৌগলিক মানচিত্র নির্ভরই। চিনের এই নয়া মানচিত্র গোটা পৃথিবীর জন্য সম্পদ। ছবি: Chinese Academy of Sciences.
Map Quadrangles of the Geologic Atlas of the Moon নামে চিনের মানচিত্র সম্বলিত একটি বইও প্রকাশ করেছে CAS, চাঁদের সম্পূর্ণ চিত্র উঠে এসেছে। ইংরেজিএবং চিনা, দুই ভাষাতেই প্রকাশিত হয়েছে ওই মানচিত্র, যা অন্য দেশও ব্যবহার করতে পারবে। ছবি: Chinese Academy of Sciences.
চাঁদের বিবর্তন নিয়ে গবেষণার ক্ষেত্রে এই মানচিত্র কার্যকরী বলে মত গবেষক উয়াং জিওয়ান। এই মানচিত্র দেখেই আগামী দিনে চন্দ্রাভিযান এবং চাঁদের সম্পদকে কাজে লাগানো সম্ভব হবে বলে মনে করেন তিনি। -ফাইল চিত্র।
শুধু তাই নয়, সৌরজগতের অন্য গ্রহ, বিশেষ করে মঙ্গলের মতো গ্রহকে বোঝার ক্ষেত্রে এই মানচিত্র কাজে লাগবে বলে আশাবাদী গবেষকরা। -ফাইল চিত্র।
চাঙ্গি-১ চন্দ্রাভিযানের আওতায় ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত চাঁদের মাটি পর্যবেক্ষণ করে দেখে চিন। ২০১৩ থেকে ২০১৯ সালের মধ্যে যে চাঙ্গি-৩ এবং চাঙ্গি-৪ অভিযান চালানো হয়, তা থেকেও তথ্য সংগ্রহ করা হয় মানচিত্র তৈরিতে। ছবি: পিক্সাবে।
শুধু তাই নয়, ভারতের চন্দ্রযান-১ অভিযানও এব্যাপারে চিনকে সাহায্য করেছে। ভারতের চন্দ্রযান-১ এবং আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র Grail এবং Lunar Reconnaissance Orbiter অভিযানথেকে প্রাপ্ত তথ্যের সঙ্গে নিজেদের তথ্য যাচাই করে দেখেন গবেষকরা। -ফাইল চিত্র।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -