Dogs Dream: ঘুমের মধ্যে স্বপ্ন দেখে পোষ্য সারমেয়ও, কেঁপে ওঠে দুঃস্বপ্ন দেখে, একটু নজর দিলেই বোঝা সম্ভব
প্রিয় মানুষকে নজরে নজরে রাখাই নয় শুধু, প্রিয় মানুষকে নিয়ে স্বপ্নও দেখেন পোষ্য সারমেয়রা। অবান্তর দাবি নয়, বলছে বিজ্ঞানই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঘুমের মধ্যে মালিককে নিয়ে স্বপ্ন দেখেন পোষ্য সারমেয়রা, বলছেন হার্ভার্ড মেডিক্যাল স্কুলের ক্লিনিক্যাল অ্যান্ড এভলিউশনারি সাইকোলজিস্ট দেইদ্রে ব্যারেট। মানুষের মতো সারমেয়রাও স্বপ্ন দেখেন এবং তাঁদের স্বপ্নে প্রায়শই মালিক আবির্ভূত হন বলে জানিয়েছেন তিনি।
ব্যারেট জানিয়েছেন, যা কিছুতে আগ্রহ রয়েছে, তা নিয়ে স্বপ্ন দেখেন মানুষ। পশুরাও ব্যতিক্রম নন। মালিকের প্রতি যেহেতু টান জন্মায়, মালিকের গন্ধ নাকে লেগে থাকে, তাদের স্বপ্নেও মালিকই আবির্ভূত হয়।
২০০১ সালে পশুদের মস্তিষ্ক নিয়ে গবেষণা জালায় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। তাতে দেখা যায়, সারমেয়দের ঘুম মানুষের মতোই।
গবেষকদের মতে, সারাদিনের ঘটনাবলীই স্বপ্নে ফিরে আসে সারমেয়দের। সেই সঙ্গে মালিকের সঙ্গে কাটানো সময়ও ভেসে ওঠে স্বপ্নে। এর মধ্যে থাকে অতীতে কাটানো এবং ভবিষ্যতের সম্ভাব্য মুহূর্তও।
এর সপক্ষে বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ হাতে তুলে দেওয়া সম্ভব হয়নি যদিও, কিন্তু বিজ্ঞানীদের যুক্তি, সারমেয়রা সামাজিক প্রাণী। কাছের মানুষকে আবর্তিত হয় তাদের জীবন। স্বপ্নেও তাঁদেরই দেখে সারমেয়রা।
শুধু স্বপ্ন দেখাই নয়, ঘুমের মধ্যে সারমেয়রা দুঃস্বপ্নও দেখে বলে দাবি বিজ্ঞানীদের। মূলত অতীতের স্মৃতি থেকেই স্বপ্ন দেখে পশুরা। ভাল খারাপ সব অভিজ্ঞাতাই থাকে জীবনে। সেই খারাপ অভিজ্ঞতাও ঘুমের মধ্যে দুঃস্বপ্ন হয়ে ধরা দেয় সারমেয়দের।
উদাহরণস্বরূপ বলা যায়, রাস্তা থেকে হয়ত কারও বাড়িতে আশ্রয় পেয়েছে কোনও সারমেয়। সেই অভিজ্ঞতা ঘুমের মধ্যে দুঃস্বপ্ন হয়ে নেমে আসে। ঘুমের মধ্যে একাকী দেখে নিজেকে। অপরিচিত জায়গা দেখেও ভয় পায়।
আপনার সারমেয় দুঃস্বপ্ন দেখছে কিনা, তা বোঝার উপায়ও রয়েছে। ঘুমের মধ্যে যদি সারমেয় গোঁ গোঁ করে, কেঁপে ওঠে, হতে পারে দুঃস্বপ্ন দেখছে। সে ক্ষেত্রে আলো জ্বালিয়ে দিন ঘরের। ঘুমের মধ্যে গা চুলকালে, বা হাত-পা নাড়ালে বুঝবেন স্বপ্ন দেখছে।
ঘুমের মধ্যেও লেজ নাড়তে দেখা যায় সারমেয়দের। সেটিও স্বপ্ন দেখার লক্ষণ বলে মত বিশেষজ্ঞদের। ঘুম ভাঙলে যদি আছরণ অস্বাভাবিক ঠেকে, তাহলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -