Dream and Colours: ঘুমের মধ্যে দেখা স্বপ্ন রঙিন না সাদাকালো, কী বলছে বিজ্ঞান?

Colours of Dream: রাতে ঘুমের মধ্যে দেখা স্বপ্ন মনেই রাখতে পারেন না অনেকে। ছবি: ফ্রিপিক।

Continues below advertisement

ছবি: ফ্রিপিক।

Continues below advertisement
1/13
ঘুমের মধ্যে দেখা স্বপ্ন সকালে মনে থাকে না অনেকেরই। অনক চেষ্টা-চরিত্র চালিয়ে ছেঁড়া ছেঁড়া কিছু মুহূর্ত জুড়তে সফল হই আমরা।
2/13
কিন্তু ঘুমের মধ্যে দেখা স্বপ্ন রঙিন হয় না সাদাকালো? কখনও ভেবে দেখেছেন কি? এব্যাপারে বিজ্ঞান কী বলছে জানুন।
3/13
অবচেতনে জমে থাকা ইচ্ছে, আকাঙ্খাই স্বপ্ন হিসেবে ধরা দেয় বলে দীর্ঘদিনের ধারণা। তবে আধুনিক গবেষণা বলছে, সিনেমা এবং টিভি-ও স্বপ্নকে প্রভাবিত করে আজকাল।
4/13
ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া রিভারসাইডের দর্শনের অধ্যাপক এরিক সুইৎজ়েবেলের বক্তব্য, “রঙিন মাধ্যমে অভ্যস্ত হয়ে গিয়েছি আমরা, সে সিনেমাই হোক বা ইউটিউব। তাই স্বপ্নও রঙিন বলেই ধারণা জন্মেছে।”
5/13
কিন্তু চিরকাল এমনটা ছিল না। অন্তত পক্ষে ছয়ের দশক পর্যন্ত স্বপ্ন সাদাকালো বলেই মনে করতেন গবেষকরা। একটি সমীক্ষাতেও সেই সম্ভাবনার কথাই উঠে এসেছিল।
Continues below advertisement
6/13
১৯৪২ সালে ২৭৭ জনকে নিয়ে একটি সমীক্ষা চালানো হয়, যাতে ৭০.৭ শতাংশ কলেজ পড়ুয়াই জানান, রঙিন স্বপ্ন দেখেছেন বলে মনে করতে পারছেন না তাঁরা।
7/13
এর প্রায় ৬০ বছর পর ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া রিভারসাইডের দর্শনের অধ্যাপক এরিক সুইৎজ়েবেল ১২৪ জন কলেজ পড়ুয়াকে একই প্রশ্ন করেন। তাতে মাত্র ২০ শতাংশেরও কম পড়ুয়া জানান, কখনও রঙিন স্বপ্ন দেখেননি তাঁরা, বা দু’-একবার ব্যাতীত বরাবর সাদাকালো স্বপ্ন দেখেছেন।
8/13
২০১৭ সালে International Journal of Dream Research-এ প্রকাশিত গবেষণাপত্রে এর কার্যকারণ খোলসা করেন জার্মান গবেষকরা। তাঁদের মতে, রঙিন টেলিভিশন আসার আগে জন্মেছেন যাঁরা, তাঁদের স্বপ্নও সাধারণত সাদাকালো। কিন্তু রঙিন টিভি আবিষ্কারের পর জন্ম যাঁদের, তাঁদের ক্ষেত্রে পরিস্থিতি আলাদা।
9/13
গবেষকদের মতে, স্বপ্ন দেখার পর যেভাবে মুহূর্তগুলি মনে রাখি আমরা, যেভাবে সেগুলিকে ব্য়াখ্যা করি, তার উপর রঙিন টেলিভিশন, রঙিন সিনেমার প্রভাব রয়েছে। স্বপ্ন কতটা মনে করতে পারছি এক্ষেত্রে তাও গুরুত্বপূর্ণ।
10/13
জার্মানির সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথের প্রধান মাইকেল শ্রেডলের মতে, “ঘুমের মধ্য়ে দেখা স্বপ্ন ব্যক্তিগত অভিজ্ঞতার নিরিখে সংজ্ঞায়িত। সেই নিয়ে কাটাছেঁড়া তখনই হতে পারে, যদি সংশ্লিষ্ট ব্যক্তি স্বপ্ন মনে রাখতে পারেন। স্বপ্নের কতটা মনে রাখতে পারছেন, তা গুরুত্বপূর্ণ।”
11/13
গবেষকরা জানিয়েছেন, বাস্তব জীবনে কলার খোসার রং হলুদ বলেই জানি আমরা। স্বপ্নেও যদি কলার খোসার রং হলুদ দেখি আমরা, তা আলাদা করে মনে রাখার মতো ঘটনা নয়। কিন্তু স্বপ্নে যদি কলার খোসার রং পাল্টে গোলাপি হয়ে যায়, তা স্মৃতিতে গেঁথে যায়।
12/13
যিনি স্বপ্ন দেখছেন, তাঁর কাছে রং কতটা গুরুত্বপূর্ণ, তার উপরও স্বপ্ন মনে থাকা নির্ভর করে। কারও কাছে যদি কোনও রং গুরুত্বপূর্ণ হয়, সেক্ষেত্রে স্বপ্নেও ওই রং দেখলে, ইঙ্গিত বোঝার চেষ্টা করা হয়। তাই রং নয়, ওই ব্যক্তির উপর রংয়ের প্রভাবই গুরুত্বপূর্ণ।
13/13
তাই স্বপ্ন সাদাকালো হয় না রঙিন, এর উত্তর বেশ জটিল। কোনও দৃশ্য কল্পনা করলে, সেক্ষেত্রে রং ততটা গুরুত্ব পায় না। তবে আমাদের স্মৃতিতে ওই দৃশ্য সাদাকালো বা রঙিন, কোনওটাই না হতে পারে। বরং হতে পারে অস্পষ্ট, আবছা ছবি। সেই স্বপ্ন কী ভাবে মনে রাখছি আমরা, তার উপর টেলিভিশন, সিনেমার প্রভাব রয়েছে।
Sponsored Links by Taboola